শিরোনাম
◈ ডাকসু নির্বাচন: ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর শেষ দিনের প্রচারণা ◈ শিশুদের ডায়াবেটিস— ভবিষ্যতের জন্য বড় সতর্কবার্তা ◈ জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হলো যে আলোচনা ◈ নির্বাচন নিয়ে কিছু ব্যক্তি অযাচিতভাবে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছেন: মির্জা ফখরুল ◈ বাংলাদেশে চলছে পূর্ণ চন্দ্রগ্রহণ, রক্তিম রূপ ধারণ করেছে ‘চিরচেনা চাঁদ’ (ভিডিও) ◈ শেরপুরে দোজা পীরের পরিত্যক্ত  ভবন থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ ইনসাফের পক্ষে থাকলেই সে এনসিপির—হাসনাত আবদুল্লাহ ◈ রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল ◈ আরও বাড়লো স্বর্ণের দাম ◈ নতুন কূপের সন্ধান হবিগঞ্জে, মিলবে ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩১ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিক হস্তান্তর করল বিএসএফ

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে এক বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ । এ সময় দুই দেশের পুলিশ, বিজিবি ও বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।

রবিবার সন্ধ্যার দিকে শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের ৭১ ব্যাটালিয়ন বিএসএফের শোভাপুর ক্যাম্পের সদস্য ও বৈষ্ণবপুর থানা পুলিশ বাংলাদেশের বিজিবি ও শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

হস্তান্তরকৃত ব্যক্তির নাম - মো. জাকির (২৮)। তিনি গোমস্তাপুর উপজেলার বেগপুর গ্রামের আমিন আলীর ছেলে। 
৫৩ বিজিবির অধিনায়ক লে কর্ণেল কাজি মোস্তাফিজুর রহমান জানান, কয়েকদিন আগে একজন বাংলাদেশীর নাম ঠিকানা তথ্য দিয়ে বিএসএফ আমাদের জানান। পরে গোমস্তাপুর থানায় বলা হলে পুলিশ তার বাবা-মা সাথে কথা বলে নিশ্চিত হন। 

তিনি আরও জানান, জাকির এক বছরের বেশি সময় ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিল। গত বছরের ৫ জুন গোমস্তাপুর থানায় নিখোঁজে সাধারণ ডাইরি করেছিলেন তার পরিবার। রবিবার বিকেলে তাঁকে বিএসএফ হস্তান্তর করলে তাকে গ্রহণ করা হয়। ইতোমধ্যে তাকে তার পরিবারের কাছে দেয়া হয়েছে।

গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, জাকির গত ১৭ মাস ধরে নিখোঁজ ছিলেন। তার পরিবারের দাবি সে মানসিক ভারসাম্যহীন ছিলেন। চলতি বছরের ৫ সেপ্টেম্বর  রাতে জাকিরকে ভারতের বৈষ্ণবনগর থানা  পুলিশ আটক করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়