ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মোহাদ্দিস ও ইসলামী ঐক্য আন্দোলন ভোলার সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম নোমানীকে (৪৫) নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টার দিকে উপজেলার বাপ্তা ইউনিয়নের উত্তর পশ্চিম চরনোয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নোমানী ওই এলাকার মৃত এনামুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এশার নামাজ শেষে তিনি একা বাড়িতে অবস্থান করছিলেন। দুর্বৃত্তরা ওঁৎ পেতে থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। তার স্ত্রী-সন্তান তখন শ্বশুরবাড়িতে ছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পরপরই বিভিন্ন ইসলামী দল হাসপাতালের সামনে জড়ো হয়ে হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করে। ভোলা জেলা বিএনপি, হেফাজতে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠন ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ মিছিল করে।
রবিবার দুপুর ২টায় ভোলা সরকারি স্কুল মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার আগে ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও "ভোলা জেলার সর্বস্তরের তৌহিদি জনতা"র আহ্বায়ক আলহাজ মাওলানা মো. মোবাশ্বিরুল হক নাঈম কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী:
ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারে কাজ চলছে।