শিরোনাম
◈ সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেফতার ◈ ডলার সংকট–রাজনৈতিক অনিশ্চয়তায় বিদেশি-প্রবাসীদের শেয়ারবাজার বিমুখতা ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক‌্যাশবা‌ক্সে ৫ বছরে ১৫ হাজার কো‌টি টাকা  জমা  ◈ আ'তঙ্কে কাঁপছে ভারত, সেনাপ্রধানের সরল স্বীকারোক্তি! (ভিডিও) ◈ এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ◈ ভারত আমাদের প্রয়োজন নেই, বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চাই: ন্যাটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুনথার ◈ ওবায়দুল কাদের কোনঠাসা, শেখ হা‌সিনার কা‌ছে গুরুত্ব পা‌চ্ছেন যে তিন নেতা‌! ◈ ৮০ দেশে চীনা হ্যাকারদের হামলা, সব মার্কিন নাগরিকের তথ্য চীনের হাতে! (ভিডিও) ◈ বিশ্বকাপ বাছাই, পৃথক ম‌্যা‌চে বড় জয় স্পেন ও জার্মানির ◈ বিশ্বের শীর্ষ ৫ ধনী ব্যক্তি ও তাদের শিক্ষাগত যোগ্যতা!

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৪৯ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকায় ওই ঝুটের গুদামে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে খাদুন এলাকায় মকবুল হোসেন ও গোলজার হোসেনের মালিকানাধীন ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে।

আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। আতঙ্কে শত শত এলাকাবাসী রাস্তায় বেরিয়ে আসেন এবং ছুটোছুটি করতে থাকেন।

এ বিষয়ে কাঁচপুর মডেল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে তাদের স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল বাহিনীর কর্মীদের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ততোক্ষণে গুদামে মজুদ করা বিপুল পরিমাণ ঝুট ও অন্যান্য মালামাল আগুনে পুড়ে যায়।

বিড়ি সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই সিনিয়র স্টেশন অফিসার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়