নিনা আফরিন ,পটুয়াখালী : পটুয়াখালীতে কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা, গাজা, জালনোট ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে। উদ্ধারকৃত সামগ্রীর মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা বলে নিশ্চিত করেছে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানাম, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ সেপ্টেম্বর শুক্রবার ভোর ৪ টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও পুলিশের সমন্বয়ে পটুয়াখালী সদর থানাধীন পায়রাকুন্জ ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৭ হাজার ১৫ পিস ইয়াবা, ১১ হাজার ৮০০ টাকা মূল্যের ৩৯৬ গ্রাম গাঁজা, নগদ ৭৪ হাজার ৪২০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ৯৫ হাজার ৩০০ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা, ৯ টি মোবাইল ফোন, ১ টি সিম কার্ডসহ মাদকদ্রব্য সরবরাহের কাজে ব্যবহৃত ১ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। মাদক পাচারকারী যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে এগুলো জব্দ করে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য ও সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। তিনি আরও জানান, মাদক পাচার রোধকল্পে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।