শামীম মীর, গৌরনদী প্রতিনিধি: জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আমাদের সময়.কম-এ “গৌরনদীতে সড়ক ধস: যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা” শিরোনামে সংবাদ প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নিয়ে ধসে পড়া সড়কটি সংস্কার করেছে স্থানীয় প্রশাসন। এর ফলে আবারও স্বাভাবিক হয়েছে যান চলাচল।
রোববার সন্ধ্যায় উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান জানান, শনিবার রাতে সিমেন্টবোঝাই একটি ট্রাক গৌরনদী-সরিকল সড়কের মোল্লার খালপাড় অতিক্রমকালে সড়কে ধস নামে। এতে চলাচলে সমস্যা দেখা দেয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট টিম দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি জানান, প্রবল বর্ষণে উপজেলার একাধিক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক সংস্কারের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, টানা বর্ষণে গৌরনদী-সরিকল সড়ক, গৌরনদী-চাঁদশী সড়ক এবং গৌরনদী হ্যালিপ্যাড সড়কে ধস ও বড় বড় গর্তের সৃষ্টি হয়, যা জনদুর্ভোগ বাড়ায়। দ্রুত সড়ক সংস্কারের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা।