শিরোনাম
◈ বৃষ্টি উপেক্ষা করে ছাত্রদল নেতাকর্মীদের স্লোগানে মুখর শাহবাগ (ভিডিও) ◈ সব ব্যক্তিশ্রেণির জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক, কিছু শ্রেণি ছাড়ের আওতায় ◈ কালীগঞ্জে আকস্মিকভাবে বিশাল আকৃতির শতবর্ষী গাছ উপড়ে পড়ল ভবনের উপর, আহত ১  ◈ জুলাই গণহত্যা: হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথম সাক্ষ্য দিলেন খোকন চন্দ্র ◈ ‎তিস্তায় ফের পানি বৃদ্ধি, পানি নিয়ন্ত্রণে খুলে দেয়া হয়েছে ৪৪টি জলকপাট ◈ নিউ জার্সির ভূমিকম্পে কেঁপে উঠল নিউ ইয়র্ক সিটি ◈ জাতীয় সম্পদ ব্যবস্থাপনায় যুগান্তকারী পদক্ষেপ: ভূমি-সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে ৩০ বছরের পরিকল্পনা ◈ পৃথিবীর ইতিহাসের সকল স্বৈরশাসকদের সমিতি হলে নি:সন্দেহে শেখ হাসিনা হবে এর সভাপতি: অ্যাটর্নি জেনারেল (ভিডিও) ◈ রা‌শিয়ায় ভু‌মিক‌ম্পের জে‌রে ৬০০ বছর পরে জেগে উঠলো কামচাটকার আগ্নেয়গিরি!  ◈ জাতিসংঘ বলছে, তাদের প্রতিবেদন কেউ পড়ে না

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫, ১২:১৫ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল বন্দর এলাকায় দুর্ধর্ষ চুরির ৪৮ ঘন্টার মধ্যে চোর গ্রেফতার

আইরিন হক, বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকায় আক্তার হোসেন নামে এক ব্যবসায়ীর ফ্লেক্সিলোড দোকানে তালা ভেঙে চুরির ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি শার্শার রামপুর গ্রামের মমতাজ রহমানের ছেলে সাজু। শনিবার দুপুরে বেনাপোল পোর্ট থানা পুলিশ শার্শার একটি মাছের ঘেরে অভিযান চালিয়ে তাকে আটক করে। তবে তার সহযোগীরা পালিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, গত বৃহস্পতিবার রাতে বেনাপোল চেকপোস্টের সাদিপুর রোডের ওই দোকান থেকে ২ লাখ ৫০ হাজার টাকা ও একটি মোবাইল চুরি হয়। এরপর ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক ও দোকান মালিক আক্তার হোসেন পুলিশকে অবহিত করলে তদন্ত শুরু হয়।

সিসিটিভি ফুটেজ ও চুরি হওয়া মোবাইলের ট্র্যাকিংয়ের মাধ্যমে চোরের অবস্থান নিশ্চিত করে পুলিশ। পরে জনবসতিহীন এক মাছের ঘেরে অভিযান চালিয়ে সাজুকে আটক করা হয়। অভিযানে চুরির কাজে ব্যবহৃত হাতুড়ি, রড, চাকুসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সাজু পুলিশের কাছে স্বীকার করেছে, চুরি করা টাকা তার সহযোগী রুবেলের কাছে রয়েছে, যিনি এখনও পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বেনাপোল চেকপোস্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক জানান, ঘটনার পরপরই পুলিশকে অবহিত করা হলে তারা দ্রুত ব্যবস্থা নেয় এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় ৪৮ ঘণ্টার মধ্যে চোরকে ধরতে সক্ষম হয়।

তিনি আরও জানান, এই চোরচক্রের আরও সদস্য রয়েছে, যারা মাছের ঘেরে বসবাস করে সংঘবদ্ধভাবে চুরি-ডাকাতি করে। পুলিশ ইতোমধ্যে তাদের আস্তানা উচ্ছেদ করেছে এবং চুরি হওয়া টাকা উদ্ধারে কাজ করছে।

ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান তিনি। পাশাপাশি রাতে পুলিশি টহল বাড়ানোর দাবিও জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়