শিরোনাম
◈ উপহার পাঠিয়ে খোঁজ নিলেন রুমিন ফারহানা, যা বললেন হাসনাত ◈ গাজার আকাশে ড্রোনের ভোঁ ভোঁ শব্দকে গান বানালেন সংগীতশিক্ষক, দুঃসহ যন্ত্রণাকে রূপ দিলেন প্রতিবাদের ভাষায় (ভিডিও) ◈ শান্তিপূর্ণ কর্মসূচি থেকে হঠাৎ আক্রমণাত্মক ছাত্রদল, রাকসু কার্যালয়ে ভাঙচুর, ফটকে তালা ◈ যে যে আয়ের কর দিতে হবে সরকারি–বেসরকারি চাকরিজীবীদের, দেখুন তালিকা ◈ ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানতে পেরেছেন, ২২ বছর লালন পালন করা দুই ছেলের কেউই তাঁর সন্তান নয়! ◈ মোবাইল ইন্টারনেটের গতি নিয়ে যে সুখবর দিল বিটিআরসি! কার্যকর হবে সেপ্টেম্বর থেকে ◈ ত্রিদেশীয় সি‌রি‌জে আরব আ‌মিরাত‌কে হারা‌লো পাকিস্তান ◈ নুরের সবশেষ শারীরিক অবস্থা জানালেন ঢামেক পরিচালক ◈ যুক্তরাষ্ট্রে পোশাকে ট্রাম্পের শুল্ক আঘাত, বিপাকে পশ্চিমবঙ্গের ১৫ হাজার গার্মেন্টস, আছে বাংলাদেশ ফ্যাক্টরও ◈ ক্রিকেট বো‌র্ডে নির্বাচন কর‌বেন তামিম ইকবাল!

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৫, ০৭:৩৮ বিকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বব্যাংকের পরবর্তী প্রকল্পে অগ্রাধিকার পাবে সোনামসজিদ স্থলবন্দর: নৌ উপদেষ্টা

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরকে আন্তঃদেশীয় যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে এর পরিধি বাড়াতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বিশ্বব্যাংকের পরবর্তী প্রকল্পে এ বন্দর সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হবে।

শুক্রবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরে স্থানীয় প্রশাসন, কাস্টমস এবং ট্রেড ইউনিয়নের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নৌ উপদেষ্টা বলেন, “সোনামসজিদ স্থলবন্দরটি অনেক পুরনো এবং কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ। বন্দর ব্যবহারকারীরা এর পরিধি বাড়ানো এবং একটি লিংক রোড স্থাপনের দাবি জানিয়েছেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসককে একটি উন্নয়ন পরিকল্পনা প্রস্তাব পাঠানোর জন্য বলা হয়েছে।”

তিনি আরও জানান, বন্দরের আশপাশে কিছু খাস জমি এবং কিছু ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে, যেগুলো প্রয়োজনে অধিগ্রহণ করে উন্নয়ন কাজ করা হবে। এর পাশাপাশি আমদানি-রপ্তানিকারকদের জন্য একটি সংযুক্ত লিংক রোড নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, “এর আগে বিশ্বব্যাংকের সহায়তায় দেশের কয়েকটি স্থলবন্দর উন্নয়ন করা হয়েছে। ভবিষ্যতে নতুন কোনো প্রকল্প হলে সোনামসজিদ বন্দরকে প্রাধান্য দেওয়া হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ।

পরে বিকেলে নৌ উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জের সার্কিট হাউসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে শ্রমিকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়