এ এইচ সবুজ, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাখালি রেলক্রসিংয়ে একটি ধান বোঝাই ট্রাকের চাকা গর্তে আটকে গিয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিলো। পরে র্যাকার দিয়ে ট্রাকটি সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ধামরাইগামী একটি ধান বোঝাই ট্রাক রংপুর থেকে এসে কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক রুটের সোনাখালি রেলক্রসিং পার হওয়ার সময় রেললাইন সংলগ্ন গর্তে আটকে যায়।
এ সময় চালক ও স্থানীয়রা একাধিকবার চেষ্টা করেও ট্রাকটি সরাতে ব্যর্থ হন। টানা বৃষ্টিতে রেলক্রসিংয়ের পাশে তৈরি হওয়া গভীর গর্তে চাকা ঢুকে পড়ে। ফলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
খবর পেয়ে গাজীপুর থেকে রেলওয়ের একটি উদ্ধারকারী র্যাকার গিয়ে ট্রাকটি সরিয়ে নেয়। পরে সকাল ১১টার দিকে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।
জয়দেবপুর রেলওয়ে জংশনের মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, ট্রাকটি উদ্ধার হওয়ায় এখন রেল চলাচলে আর কোনো সমস্যা নেই। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তবে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সোনাখালি রেলক্রসিংয়ের সড়কটি খারাপ অবস্থায় রয়েছে। ভারী যানবাহন চলাচলের কারণে সেখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা দ্রুত মেরামত না করলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।