গাজীপুরের কালিয়াকৈরের সোনাখালি রেলক্রসিংয়ে রেললাইনের ওপর একটি ট্রাক বিকল হয়ে পড়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেলক্রসিংয়ের সামনে সৃষ্ট বড় গর্তে ট্রাকটি আটকে যায়।
সোমবার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদির উজ্জামান।
স্থানীয় সূত্র ও রেলওয়ে পুলিশ জানায়, সকালে একটি ট্রাক সোনাখালি রেলক্রসিং অতিক্রম করার সময় সামনের গর্তে আটকে যায়। চালক স্থানীয়দের সহায়তায় ট্রাকটি সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন। রেলক্রসিংয়ের সামনের রাস্তায় একাধিক গর্ত থাকায় ট্রাকটি রেললাইনের ওপরেই বিকল অবস্থায় আটকে পড়ে। এরপর থেকেই উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
হাইটেক রেলস্টেশনের স্টেশন মাস্টার খাইরুল ইসলাম বলেন, “রেল চলাচল বন্ধ থাকায় আশপাশের কয়েকটি স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়েছে। ট্রাক সরানোর কাজ চলছে।”
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদির উজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।