শিরোনাম
◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব ◈ চাঁদপুরে খতিবকে হত্যাচেষ্টা অভিযুক্ত আসামীকে জেলহাজতে প্রেরণ ◈ বালিয়াডাঙ্গীতে মির্জা ফখরুলের ভাইয়ের গাড়িবহরে হামলা, আহত ৪ ◈ এবার রাজধানীর মিরপুরে ‘৫ কোটি টাকা’ না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি ◈ আটকের গুজব উড়িয়ে দিলেন সাবেক মন্ত্রী এমএ মান্নান, বললেন ‘ভালো আছি, বাসায় আছি’ ◈ মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, আমি ফাঁইসা গেছি’, গ্রেপ্তার রবিনের দাবি ◈ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০% মূল্য সংযোজন চাহিদা বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ : বিজিএমইএ সভাপতি ◈ সাকিবের জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা, বললেন বিসিবির মিডিয়া বিভাগের প্রধান ◈ অন্যায়কারী যেই হোক, প্রশ্রয় নয়: মিটফোর্ড হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তারেক রহমানের

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৫, ০১:০৮ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে খতিবকে হত্যাচেষ্টা অভিযুক্ত আসামীকে জেলহাজতে প্রেরণ

মিজান লিটন, চাঁদপুর : ‘রাসূল (সা.) বার্তা বাহক’ এমন বক্তব্যকে কেন্দ্র করে মসজিদের ভেতরে খতিবের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আসামী বিল্লাল হোসেনকে আদালতে পাঠিয়েছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এই ঘটনায় গুরুতর আহত খতিব মাওলানা আ ন ম নুরুর রহমান মাদানীর ছেলে আফনান তাকি বাদী হয়ে থানায় মামলা করেছেন।

শনিবার (১২ জুলাই) বিকেলে আসামীকে চাঁদপুরের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদের আদালতে হাজির করা হয়। আসামী বিল্লাল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন সরকার পক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি আব্দুল কাদের খান ও জেলা জজ আদালতের এপিপি ইয়াসিন আরাফাত ইকরাম।

চাঁদপুর কোর্ট পুুলিশ পরিদর্শক শহীদুল্লাহ জানান, বিকেল ৩টার সময় আসামিকে আদালতে আনা হয়।  এরপর আসামি  বিচারকের কাছে জবানবন্দী দেন। জবানবন্দী শেষে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা হলেন চাঁদপুুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন।

এদিকে আজ দুপুর থেকে একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ান খতিব নুরুর রহমান মাদানী মারাগেছেন।

তবে মামলার বাদী আহত খাতিবের ছেলে আফনান তাকী বলেন, তারা বাবা প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। এরপর উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা হলি কেয়ার হসপিটালে নেয়া হয়। সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন এবং শঙ্কামুক্ত আছেন।

গুরুতর আহত খতিব মাওলানা আনম. নূরুর রহমান মাদানী শহরের গুনরাজদী এলাকার বাসিন্দা। তিনি উল্লেখিত মসজিদসহ বিভিন্ন মসজিদে প্রায় শুক্রবার খুতবা দেন। অভিযুক্ত মুসল্লী বিল্লাল হোসেন সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। শহরের বকুলতলায় বসবাস করেন।

শুক্রবার (১১ জুলাই) বাদ জুমআ চাঁদপুর পৌর এলাকার প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মাওলানা আ ন ম নূর রহমান মাদানী হামলার শিকার হন। পূর্বে জুমআর নামাজে আলোচনা ও খুতবা নিয়ে ক্ষিপ্ত ছিলেন ওই এলাকার ভ্রাম্যমান সব্জি ব্যবসায়ী বিল্লাল হোসেন।

তিনি এইদিন নামাজ শেষে মসজিদের ভেতরে পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র (চাপাতি) দিয়ে মসজিদের খতিবের উপর হামলা চালান। এতে করে খতিবের কানে ও মাথায় মারাত্মক রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে মুসল্লীরা তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এ সময় হামলাকারী বিল্লাল হোসেনকে আটক করে পুলিশ সোপর্দ করে মুসল্লীরা।

এদিকে এই ঘটনায় শহরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিকাল ৩টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেছেন।

এছাড়া বিকেল ৫টায় শহরের রেলওয়ে বায়তুল আমিন জামে মসজিদ প্রাঙ্গন থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়