শিরোনাম
◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব ◈ চাঁদপুরে খতিবকে হত্যাচেষ্টা অভিযুক্ত আসামীকে জেলহাজতে প্রেরণ ◈ বালিয়াডাঙ্গীতে মির্জা ফখরুলের ভাইয়ের গাড়িবহরে হামলা, আহত ৪

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৫, ১২:৫৯ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বালিয়াডাঙ্গীতে মির্জা ফখরুলের ভাইয়ের গাড়িবহরে হামলা, আহত ৪

মির্জা ফয়সল আমিন ও তার গাড়ি।

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপির উপজেলা কাউন্সিলের ভোট গণনার পর ফলাফল ঘোষণা নিয়ে বিরোধের জেরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে তার প্রাইভেট কার ভাঙচুর এবং অন্তত চারজন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় প্রাঙ্গণে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কাউন্সিল শেষে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় নেতাকর্মীরা। ফলাফল না দিয়ে কেন্দ্র ছাড়তে চাওয়ার সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করে।

সন্ধ্যার পর ভোটের ফল ঘোষণা করতে কেন্দ্রে পৌঁছান প্রধান অতিথি মির্জা ফয়সাল আমিন। ফলাফল ঘোষণার পর তিনি কেন্দ্রে থেকে বেরিয়ে যাওয়ার সময় উত্তেজিত নেতাকর্মীরা তার গাড়ি বহরে হামলা চালায় এবং একটি প্রাইভেট কার ভাঙচুর করে।

স্থানীয় নেতারা জানান, সভাপতি পদে সৈয়দ আলম (ছাতা মার্কা) ২৪৪ এবং আবু হায়াত নুরুন্নবী (চেয়ার মার্কা) ২৪০ ভোট পান। মাত্র চার ভোটের ব্যবধানে বিজয় হলেও ফলাফল আটকে রাখার চেষ্টা হয় বলে অভিযোগ ওঠে।

ঘটনার বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বলেন, “কাউন্সিল ঘিরে হট্টগোল হয়েছে, কিছু লোক আহত হয়েছে এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে অন্ধকারের কারণে হামলাকারীদের শনাক্ত করা যায়নি।”

বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার জানান, “ফলাফল ঘোষণার পর মির্জা ফয়সাল আমিনের গাড়িতে হামলার চেষ্টা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়