শিরোনাম
◈ ক্যানসার আক্রান্ত মাকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন মাঠেও-বাইরেও, বাবা-ভাই না ফেরার দেশে ◈ জন্মহার বাড়াতে মরিয়া চীন সরকার, সন্তান হলেই দেয়া হ‌বে মোটা অর্থ ◈ সি‌রি‌জে টি‌কে থাক‌তে আজ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে ঘু‌রে দাঁড়া‌তে চায় বাংলা‌দেশ ◈ আবার আগ্রাসী হ‌লে মান‌চিত্র থে‌কে ইসরাইলের নাম মু‌ছে ফেল‌বে ইরান : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ◈ এজবাস্টন টে‌স্টে ইংল্যান্ডের লড়াই, শক্ত অবস্থানে ভারত ◈ শান্ত‌কে বাই‌রে রে‌খে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা বি‌সি‌বির ◈ পোশাক খাত: ঘুরে দাঁড়ানোর বছরেও শেষ মুহূর্তের অশনি সংকেত ◈ ট্রাম্পের শুল্ক নীতির জবাবে ভারতে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা ◈ সংলাপ চলছেই, ঐকমত্য আটকে আছে শর্ত আর সংশয়ে ◈ ট্রাম্পের ৫ দিনের আলটিমেটাম: বাণিজ্য চুক্তি না হলে ৭০% শুল্কারোপের হুঁশিয়ারি

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫, ০৮:৩৮ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে গজারি বনে দুই অবৈধ সীসা কারখানা উচ্ছেদ

আরমান কবীর, টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে দুটি অবৈধ সীসা তৈরির কারখানা উচ্ছেদ করে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর পাহাড়ি এলাকার গজারি বনের ভেতর এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ বলেন, উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর পাহাড়ি এলাকার গজারি বনের ভেতর কারখানা স্থাপন করে একটি চক্র পুরনো ব্যাটারি আগুনে পুড়িয়ে সীসা তৈরি ও বিক্রি করে আসছিল। যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ও হুমকি স্বরূপ।

একপর্যায়ে এলাকাবাসী বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালে মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের নির্দেশে অবৈধ সীসা কারখানায় এই অভিযান চালানো হয়। এ সময় কারখানা দুটি এস্কেভেটর (ভেকু) দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, বন ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই উচ্ছেদ অভিযানে সহায়তা করেন, টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সঞ্জীব কুমার ঘোষ ও পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর। 

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়