শাহাজাদা এমরান, ব্যুরো চীফ,কুমিল্লা: কুমিল্লার লাকসামে দলীয় শৃংখলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডের দায়ে উপজেলা জামায়াতের এক কর্মীকে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা জহিরুল ইসলাম জানান, দলীয় শৃংখলা ভঙ্গ ও অনৈতিক কর্মকা-ের কারণে লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেতিহাটি গ্রামের জামায়াত কর্মী মোঃ খোরশেদ আলম খন্দকারকে বহিষ্কার করা হয়েছে। তিনি ঐ গ্রামের সুলাইমান খন্দকার ছেলে।
উপজেলা জামায়াতের সেক্রেটারী মু. জোবায়ের ফয়সাল জানান, বহিষ্কৃত জামায়াত কর্মী মোঃ খোরশেদ আলম খন্দকার এখন থেকে সংগঠনের সাথে কোনভাবেই জড়িত নন। এমতাবস্থায় সর্বসাধারণকে ঐ ব্যক্তির সাথে যেকোনো প্রকার লেনদেন ও সম্পর্ক রাখার ব্যপারে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।