এস এম সালাহউদ্দিন, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অন্তত ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, গত ২৬ জুন (বৃহস্পতিবার) বিকেল ৩টার দিকে আবদুল আজিজ গংদের উপর পূর্বপরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে মো. মিজানুর রহমান (৩০), আবদুল আজিজ (৩৯), আবদুর রহমান (৬২), মো. জাহাঙ্গীর (৩৫), সাইমুন উদ্দিন (১৮), তাসলিমা আক্তার (২৮), ছেমনরা বেগম (৩৫) ও উর্মি আক্তার (২২) আহত হন।
আহতদের মধ্যে ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ভুক্তভোগীরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, "ঘটনার পরপরই আবদুল আজিজ বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।"