শিরোনাম
◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ ◈ আগস্টে বাংলাদেশে সফর‌ নি‌য়ে সিদ্ধান্তহীনতায় ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ তিন ইস্যু নিয়ে থমকে আছে ভোটের সিদ্ধান্ত ◈ অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ‌খেল‌বে বাংলাদেশ এ’ দল ◈ সাবেক সিইসি নুরুল হুদার রাষ্ট্রদ্রোহ মামলায় দায় স্বীকার, আদালতে জবানবন্দি ◈ বার্ডে ৭ পদের জন্য আবেদন ২৩ হাজার! হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, নিয়োগে তদবিরের অভিযোগে উদ্বিগ্ন প্রশাসন ◈ উজিরপুরে যৌতুক না পেয়ে নবজাতক বিক্রির অভিযোগ, প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, হাসপাতালে ভর্তি

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে ৩ শিক্ষার্থী নিখোঁজ, এক জনের মরদেহ উদ্ধার

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে তিন মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। এর মধ্যে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে পাকুন্দিয়া উপজেলার দত্তেরবাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন—চর আলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে শাপলা আক্তার (১৪), হাবিব মিয়ার ছেলে আবির (৭) এবং মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)। তারা সবাই বিরুই নদীর পাড় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। এর মধ্যে নবম শ্রেণির শিক্ষার্থী শাপলা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে ৯ শিক্ষার্থী একটি ছোট নৌকায় করে নদী পার হয়ে মাদ্রাসায় যাচ্ছিল। দত্তেরবাজার এলাকায় পৌঁছালে নৌকাটি হঠাৎ ডুবে যায়। এতে ছয়জন তীরে সাঁতরে উঠতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ থাকে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, "নবম শ্রেণির শিক্ষার্থী শাপলা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুই শিশুর সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়