সাগর আকন, বরগুনা: বরগুনায় ভয়ঙ্কর ডেঙ্গু পরিস্থিতি ফের অবনতি হচ্ছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯৩ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৫ জনে। মারা গেছেন আরও একজন—এ নিয়ে মোট মৃত্যু ২৭ জনে পৌঁছেছে।
মঙ্গলবার (১ জুলাই) বরগুনার সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় সর্বোচ্চ ৭৩ জন, বেতাগীতে ১ জন, পাথরঘাটায় ২ জন, তালতলীতে ৬ জন এবং বামনায় ১১ জন শনাক্ত হয়েছেন।
এদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বরগুনা পৌর শহরের শহীদ স্মৃতি সড়কের বাসিন্দা এবং বধুয়া কসমেটিকসের স্বত্বাধিকারী বিপ্লব মণ্ডল (৩৬)-এর। তাকে বরিশাল নেয়ার পথে গতরাতে মৃত্যু হয়।
বর্তমানে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ২১৭ জন রোগী। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ১৮৩ জন, আমতলীতে ৮ জন, বেতাগীতে ২ জন, বামনায় ১৫ জন, পাথরঘাটায় ৩ জন এবং তালতলীতে ৬ জন চিকিৎসাধীন রয়েছেন।