শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫, ০৩:২৭ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পঞ্চগড়ে কাভার্ডভ্যানে পাচারকালে ১২ হাজার কেজি চা জব্দ

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় নিয়ম না মেনে চা পরিবহনের অভিযোগে ২৪৬ বস্তা চা জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ও বাংলাদেশ চা বোর্ড। এতে মোট চা ছিল ১২ হাজার ৩০০ কেজি চা। সোমবার (৩০ জুন) বিকেলে জেলা গোয়েন্দা সংস্থার সহায়তায় শহরের ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে যশোর-ট ১১-৫৯১৬ নম্বরের একটি কাভার্ডভ্যান আটক করা হয়।

জানা গেছে, কর্ণঝড়া এগ্রো লিমিটেড নামের একটি চা কারখানা 'টি-সফট' নামে চা বোর্ডের নির্ধারিত সফটওয়্যার ব্যবহার না করে অবৈধভাবে বিপুল পরিমাণ চা পাচারের চেষ্টা করছিল। এই চা সরবরাহে কোনো ই-ইনভয়েস ছিল না।

জব্দের পর গাড়ি ও চা বোর্ডের কর্মকর্তাদের উপস্থিতিতে বিষয়টি স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।

চা বোর্ডের আঞ্চলিক উন্নয়ন কর্মকর্তা আরিফ খান জানান, “কারখানাটি নির্দেশনা লঙ্ঘন করে অবৈধভাবে চা পরিবহন করেছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, পঞ্চগড়ের কিছু অসাধু চা কারখানা কাভার্ডভ্যানে করে নিয়মবহির্ভূতভাবে চা পাচার করে আসছে। এতে প্রতিটি গাড়ির মাধ্যমে গড়ে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়।

অভিযানে অংশ নেন চা বোর্ডের কর্মকর্তা আরিফ খান ও আমির হোসেন, সদর থানার এসআই মানিক, সেনাবাহিনীর লে. জাহিদসহ ও সাংবাদিকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়