শিরোনাম
◈ দেশে ফেরার প্রক্রিয়া শুরু: ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের ◈ হাসিনার অনুসারীদের জামিন বিতর্কে আইন উপদেষ্টার উদ্বেগ প্রকাশ ◈ প্রার্থীদের অস্ত্রের ঝুঁকি, নিরপেক্ষ প্রশাসন নিয়ে চ্যালেঞ্জ ইসির ◈ কূটনীতির রীতিনীতি কি উপেক্ষা করছেন প্রণয় ভার্মা ◈ ওসমান হাদির অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে, অনুমতি দিয়েছে পরিবার ◈ দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার ◈ দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে  লড়াই ক‌রে জিত‌লো ‌রিয়াল মা‌দ্রিদ ◈ মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান ◈ নির্বাচন নিয়ে ভারতের 'নসিহতে' বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন? ◈ শেষ স্ট্যাটাসে ওসমান হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

প্রকাশিত : ২৬ জুন, ২০২৫, ০৬:৩৫ বিকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহানবীকে কটূক্তি করা বাবা-ছেলেকে গ্রেপ্তারের পর ওসির বক্তব্য ঘিরে সমালোচনার ঝড়

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট : 'ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে নরসুন্দর বাবা ও ছেলেকে গ্রেপ্তারের পর লালমনিরহাট সদর থানার ওসির একটি বক্তব্য ঘিরে আলোচনা-সমালোচনা হচ্ছে। এরই মধ্যে ওসির বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার কিছু লোক লালমনিরহাট শহরের হানিফ পাগলার মোড়ে সেলুনে কর্মরত অবস্থায় পরেশ চন্দ্র শীল (৬৯) এবং তার ছেলে বিষ্ণু চন্দ্র শীলকে (৩৫) মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মারধর করে। তারা সেখানে হট্টগোল তৈরি করেন।

পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তখন উত্তেজিত জনতা খবর পেয়ে থানা ঘেরাও করে। সেই পরিস্থিতিতে থানার ওসি নূরনবী জনতার উদ্দেশে কিছু কথা বলেন। সেই বক্তব্যই সেদিন থেকে ফেইসবুকে ঘুরছে।

হিন্দু সম্প্রদায়ের বাবা ও ছেলেকে এভাবে পিটিয়ে পুলিশে সোপর্দের ঘটনাটিকে ‘মব সন্ত্রাস আখ্যায়িত করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। তারা এ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে ‘মব সন্ত্রাসের সব ঘটনার বিচার দাবি করেছে। ভুক্তভোগীদের পরিবার বলছে, চুল কাটার ১০ টাকা কম দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। বর্তমানে পরিবারটি নিজেদের নিরাপত্তাহীনতার কথাও বলেছে।

এ ঘটনায় শহরের নামাটারী আল হেরা জামে মসজিদের ইমাম মো. আবদুল আজিজ বাদী হয়ে পরেশ চন্দ্র শীল ও বিষ্ণু চন্দ্র শীলকে আসামি করে ধর্মীয় বিদ্বেষমূলক কার্যক্রম ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ এনে মামলা করেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার দুপুর ২টার দিকে পরেশ ও ছেলে বিষ্ণু নিজেদের সেলুনে কাজ করছিলেন। তখন কিছু লোক এসে তাদের বিরুদ্ধে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগ তোলে ঘিরে ধরেন এবং হট্টগোল সৃষ্টি করেন। এসময় তারা দোকানের কিছু জিনিসপত্র ভাঙচুর করে। প্রথমে তারা পরেশ চন্দ্র শীলকে মারধর করেন। তাতে বাধা দিলে ছেলেকেও মারধর করা হয়।

ওই সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, একদল লোক দোকানের ভেতর বাবা-ছেলেকে মারধর করছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করেন এবং পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। তখন উত্তেজিত জনতা থানায় গিয়েও বিক্ষোভ করে এবং বাবা-ছেলের বিচার দাবি করে স্লোগান দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে থানাতেও অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

এরকম পরিস্থিতিতে উত্তেজিত জনতার সামনে বক্তব্য দেন থানার ওসি নূরনবী। বক্তব্যের সেই ভিডিওতে ওসিকে জনতার উদ্দেশে বলতে শোনা যায়, “আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন আপনারাও মুসলমান, আমি থানার ওসি, আমিও মুসলমান। যে ঘটনা ঘটেছে তাতে আমারও কলিজায় আগুন লেগেছে। আপনার মত আমারও চোখে পানি এসেছে। তাদের বিরুদ্ধে এমন মামলা দেব, যাতে তাদের যাবজ্জীবন কারাদণ্ড বা তাদের ফাঁসি হয়।

রোববারের ওই বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্য হয়ে ওসি এ ধরনের বক্তব্য দিতে পারেন কি-না। যদিও ওসি নূরনবী সাংবাদিকদের কাছে দাবি করেছেন, ঘটনার সময়কার উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তিনি এমন বক্তব্য দিয়েছিলেন। এখানে অন্য কোনো উদ্দেশ্যে ছিল না।

স্থানীয় সিপিবি নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম অপু বলেন, “একজন আইনের লোক হয়ে এ ধরনের কথা বলা একেবারেই দুঃখজনক। বিষয়টির তদন্ত না করেই এমন কথা বলা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের ‘মব সৃষ্টিকারী তিনি যেই হোন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন আইনজীবী রফিকুল ইসলাম অপু। রোববার বাবা-ছেলের বিরুদ্ধে অভিযোগ এনে মারপিটের ঘটনা ঘটলেও আসলে দুদিন আগে শুক্রবার ঘটনার শুরু হয়েছিল বলে পরিবারের ভাষ্য।

তারা বলছেন, সেদিন এক তরুণ দোকানে চুল কাটতে গিয়েছিলেন। চুল কেটে টাকা কম দেওয়া নিয়ে পরেশ ও ছেলে বিষ্ণুর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। তখন সেই তরুণ তাদের ‘দেখে নেওয়ার হুমকি দিয়ে গিয়েছিলেন এবং সেই তরুণই দুদিন পরে লোকজনকে নিয়ে এসে এই ঘটনা ঘটান।

কারাগারে থাকা বিষ্ণু চন্দ্র শীলের স্ত্রী দিপ্তী রানী শীল গণমাধ্যমের কাছে এসব অভিযোগ করেছেন। বৃহস্পতিবার সকালে তিনি বলেন, এরই মধ্যে কারাগারে গিয়ে তিনি স্বামী ও শ্বশুরের সঙ্গে দেখা করেছেন এবং কথা বলেছেন। তার শ্বশুর পরেশ চন্দ্র শীল তাকে এসব কথা বলেছেন।

দিপ্তী রানী শীল বলছিলেন, “আমার স্বামী ও শ্বশুর নির্দোষ। শুক্রবার একজন গ্রাহকের সঙ্গে চুল কাটানো নিয়ে তাদের সামান্য তর্ক হয়েছিল। দুদিন পর ঘটনাটি ধর্মীয় ইস্যু বানিয়ে আমাদের ওপর হামলা করা হয়।“এখন আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে"।

অপরদিকে মামলার বাদী মো. আবদুল আজিজ বলেন, “ওই দুই ব্যক্তি নবী করিম (সা.) ও তার স্ত্রীদের নিয়ে কটূক্তি করেছেন। মুসল্লিদের সামনে তারা ভুল স্বীকারও করেছেন। এখন পরিবারের সদস্যরা ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন।

লালমনিরহাট গোশালা বাজারের ব্যবসায়ী রাশেদুল ইসলাম বলেন, “উদ্ভূত পরিস্থিতিতে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। অহেতুক কেউ যেন শাস্তি না পায় সেই বিষয়টিও সবার মাথায় রাখা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়