শিরোনাম
◈ দেশে ফেরার প্রক্রিয়া শুরু: ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের ◈ হাসিনার অনুসারীদের জামিন বিতর্কে আইন উপদেষ্টার উদ্বেগ প্রকাশ ◈ প্রার্থীদের অস্ত্রের ঝুঁকি, নিরপেক্ষ প্রশাসন নিয়ে চ্যালেঞ্জ ইসির ◈ কূটনীতির রীতিনীতি কি উপেক্ষা করছেন প্রণয় ভার্মা ◈ ওসমান হাদির অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে, অনুমতি দিয়েছে পরিবার ◈ দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার ◈ দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে  লড়াই ক‌রে জিত‌লো ‌রিয়াল মা‌দ্রিদ ◈ মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান ◈ নির্বাচন নিয়ে ভারতের 'নসিহতে' বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন? ◈ শেষ স্ট্যাটাসে ওসমান হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

প্রকাশিত : ২৬ জুন, ২০২৫, ০১:০৩ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াত নেতাদের ওপর লাঠিপেটার ঘটনায় ওসি প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট : জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী একটি পুরনো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের ঘটনায় তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ওসি হাশমত এ মাসের ১৩ জুন ক্ষেতলাল থানায় যোগ দেন।

তবে সম্প্রতি ২০১২ সালের দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ও মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তৎকালীন থানার এসআই দায়িত্বে থাকাকালীন হাশমত আলীকেও জামায়াত নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করতে দেখা যায়।

সেই ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সরিয়া পড়ে। জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলামকে এসআই হাশমতের লাঠিচার্জে তাদের জেলা সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলাম গুরুতর আহত হন।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ইন্সপেক্টর (তদন্ত) এস. এম. কামাল জানান, বুধবার (২৫ জুন) ওসি স্যার আমাকে সরকারি মোবাইলসহ চার্জ বুঝিয়ে দিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে চলে যান। পরে শুনেছি তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এ ব্যাপারে জয়পুরহাট অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন বলেন, ক্ষেতলাল থানার ওসি হাসমতকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সুত্র : বার্তা বাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়