শিরোনাম
◈ পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করলেন ইউএনও ◈ ৮৫০ কোটি টাকার সার কিনছে সরকার, এলএনজি আমদানির অনুমোদন  ◈ এনবিআরের লুতফুলসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ◈ নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য হবে না: অর্থ উপদেষ্টা ◈ মে‌সি আর্জেন্টিনায় ফির‌তে যুক্তরাষ্ট্র ছাড়ছেন? ◈ বিশ্বব্যাংকের সহায়তায় ১১ ব্যাংকের সম্পদের মান যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক ◈ রূপালী ব্যাংকের কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে ◈ জাপানে বাঁচার যুদ্ধ হেরে গেলেন বাংলাদেশের আপন: না খেয়ে মৃত্যু এক মেধাবীর ◈ আপনারা কখনও শান্তি পাবেন না, যতক্ষণ না দুঃখ প্রকাশ করেন : প্রেস সচিব ◈ নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়নি: সিইসি

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ০২:০৩ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় মু‌ক্তিযোদ্ধার ছেলেকে গু‌লি করে হত্যা

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া : কু‌ষ্টিয়া সদর উপজেলায় এক মু‌ক্তিযোদ্ধার ছেলেকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (১০ জুন) রাত নয়টার দিকে উপজেলার মধুপুর পশুহাট সংলগ্ন কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়কের পাশে গু‌লি‌বিদ্ধ লাশ‌টি পড়ে থাকতে দেখে পু‌লিশকে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থল থেকে এক শটগান, মটরসাইকেল ও কয়েকরাউন্ড গু‌লি জব্দ করেছে পুলিশ।

এ সব তথ্য নিশ্চিত করেছেন ইসলামী বিশ্ব‌বিদ‌্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।

নিহত টুটুল হোসেন (৪০) ওই গ্রামের প্রয়াত মু‌ক্তিযোদ্ধা তুরাব হোসেনের ছেলে। তি‌নি দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে ফিরে স্থানীয় বাজারে একটি দোকান চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে গুলিবিদ্ধ লাশটি পড়ে থাকতে দেখে পু‌লিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে লাশ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি শটগান, একটি মোটরসাইকেল ও কয়েক রাউন্ড গু‌লি জব্দ করেছে।

ইসলামী বিশ্ব‌বিদ‌্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, রাতে কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়কের মধুপুর পশুহাট সংলগ্ন স্থানে টুটুলের লাশ পড়ে থাকতে দেখে পু‌লিশকে খবর দেই স্থানীয়রা। পু‌লিশ ঘটনাস্থলে পৌছে লাশের পাশ থেকে এক‌টি শটগান,কয়েকরাউন্ড গু‌লি ও মটরসাইকেল জব্দ করেছে। মুখে আঘাত করা হয়েছে। ধারনা কর‌ছি অন‌্য কোথাও হত‌্যা করে লাশ ফেলে গেছে। ঘটনায় তদন্ত চলছে।

ওসি আরও জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়