শিরোনাম
◈ বিদেশে জব্দকৃত সম্পদ ফেরাতে আইনগত সিদ্ধান্তের পথে সরকার: বাংলাদেশ ব্যাংক গভর্নর ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরানকে নতুন প্রস্তাব পশ্চিমা তিন দেশের ◈ নতুন করে বাড়ছে করোনা-আতঙ্ক: বিশেষ ঝুঁকিতে জটিল রোগে আক্রান্তরা ◈ নির্বাচনের সময় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ইসরায়েলের প্রতিশ্রুতি ভঙ্গের ইঙ্গিত লেখা ছিল কুরআনে (ভিডিও) ◈ মাছ কেটে প্রতি মাসে অর্ধ কোটি টাকা উপার্জন করেন কুমিল্লা নগরীর শতাধিক মাছকাটা শ্রমিক! ◈ ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকের পর রাজনীতিতে স্বস্তির ইঙ্গিত: সৈয়দা রিজওয়ানা হাসান ◈ নজিরবিহীন সতর্কতা জারি: ইরানি নাগরিকদের যা বলছে ইসরায়েল ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি চলছে: সিইসি ◈ যে ইরানি ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছেন!

প্রকাশিত : ০৯ জুন, ২০২৫, ০২:২২ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাঁস হওয়া অডিওর সূত্র ধরে দেবীগঞ্জে ৫০০ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা

নাজমুস সাকিব : পঞ্চগড়ের দেবীগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের হয়েছে, যাতে আওয়ামী লীগের নেতাসহ মোট ৭২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। গত বৃহস্পতিবার (৫ জুন) জুয়েল রানা নামে এক ব্যক্তি দেবীগঞ্জ থানায় মামলাটি করেন।

এর আগে, গত ১৬ মে আওয়ামী লীগের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ৩ মিনিট ৪৮ সেকেন্ডের এক বক্তব্যে আশরাফুল আলম এমু সাংগঠনিক দুর্বলতা, দলীয় কোন্দল, নেতা-কর্মীদের ওপর পুলিশের হয়রানি এবং মাঠপর্যায়ে কর্মকাণ্ডে প্রতিবন্ধকতার অভিযোগ তোলেন। একই অডিওতে তিনি নিজ এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে এবং জামায়াত-বিএনপি নেতাদের বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনার কথাও বলেন।

পরদিন, ১৭ মে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই বক্তব্যকে উসকানিমূলক আখ্যা দিয়ে তা এমুর ব্যক্তিগত মত বলে উল্লেখ করেন। সম্প্রতি ১০ মে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হলেও প্রেস বিজ্ঞপ্তিটি সর্বপ্রথম ‘পঞ্চগড় ব্রেকিং নিউজ’ নামক একটি ফেসবুক পেইজে শেয়ার করা হয়, যার অ্যাডমিন মোমিন ইসলাম নামে একটি অখ্যাত অনলাইন পোর্টালের স্থানীয় প্রতিনিধি।

এর প্রেক্ষিতে, ৫ জুন দায়ের করা মামলায় এমুকে প্রধান আসামি করা হয়। এছাড়াও আসামিদের তালিকায় রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ সভাপতি ও দেবীগঞ্জ কলেজের সাবেক সহকারী অধ্যাপক নাসির উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিঠু, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহিনুর ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাজু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্লাবন পাটোয়ারী, সাবেক রেলমন্ত্রী সুজনের ছেলে কৌশিক নাহিয়ান নাবিদ, উপজেলা পরিষদের সাবেক দুই ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, বাবুল হোসেন সরকার, সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দীক, এমুর ভাই ও সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল আলম দুলাল, বোদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবিসহ ৭২ জন

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোয়েল রানা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ। অজ্ঞাত আসামীদের শনাক্ত করতেও তদন্ত অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়