শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৯ জুন, ২০২৫, ০৯:৪১ সকাল
আপডেট : ২৯ জুন, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাসিক পরিচ্ছন্ন রাখতে চলছে পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম

এ এইচ সবুজ, গাজীপুর: পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে পশু কোরবানির বর্জ্য অপসারণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন 'গাজীপুর সিটি কর্পোরেশন'। ঈদের দিন থেকে শুরু হওয়া কোরবানিকৃত পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম চলবে তিন দিনব্যাপী।
 
সিটি করপোরেশন সূত্র জানায়, ঈদের দিন শনিবার (৭ জুন ) দুপুরের পর থেকে গাজীপুর মহানগরীর তিতাস গ্যাস এবং টঙ্গির সফিউদ্দিন সরকার একাডেমি এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে কোরবানীকৃত পশুর বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর কোরবানীর ঈদে গাজীপুর জেলায় প্রায় দেড় লাখ পশু কোরবানি দেয়া হয়েছে। এসবের অর্ধেকের বেশী পশু কোরবানী করা হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায়।
 
গাজীপুর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, সাধারণতভাবে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকা থেকে সিটি করপোরেশনের উদ্যোগে প্রতিদিন একশ টন গৃহ বর্জ্য সংগ্রহ করে ডাম্পিং করা হয়। তার ওপর ঈদ উল আজহা উপলক্ষে পশু কোরবানির কারণে যে বিপুল পরিমাণ অতিরিক্ত বর্জ্য উৎপাদন হবে তার পরিমাণ আরো কয়েকশ টনের বেশী হবে। কোরবানির বর্জ্যসহ সকল বর্জ্য আগের তুলনায় দ্বিগুন বর্জ্য সংগ্রহ করতে হবে বলে ধারণা করা হচ্ছে।
 
সূত্র জানায়, সিটি করপোরেশন কোরবানীর বর্জ্য আগামী তিনদিনের মধ্যে অপসারণ করে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সিটি করপোরেশনের বর্জ্য, পরিবহন ও যান্ত্রিক বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা একযোগে কাজ করছেন।
 
সূত্র আরো জানায়, কোরবানীর ঈদের বর্জ্য অপসারণের জন্য আগেই প্রস্তুত রাখা হয়েছে ডাম্প ট্রাক, মিনি ট্রাক, কম্পেক্টর, কনটেইনার ক্যারিয়ার, পে-লোডার, টায়ার ডোজার, পানির গাড়ি, বুলডোজার, এক্সেভেটরসহ বিভিন্ন যন্ত্রপাতি। এছাড়া মহানগরীর ৫৭টি ওয়ার্ড পর্যায়ে সরবরাহ করা হয়েছে, পর্যাপ্ত হাতগাড়ি, বেলচা ও টুকরি। এছাড়াও সরবরাহ করা হয়েছে জীবাণুনাশক ব্লিচিং পাউডার।
 
এছাড়াও, ঈদ উপলক্ষে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেড় লাখ পচনশীল পলিথিন, ৫০ টন ব্লিচিং পাউডার স্থানীয় মসজিদের ব্যবস্থাপনায় ৫৭টি ওয়ার্ডের প্রতিটিতে দেয়া হয়েছে। কর্পোরেশনের নিজস্ব ৪০টি গাড়ির পাশাপাশি ভাড়া করা হয়েছে বাড়তি আরো ৭০টি গাড়ি। ভাড়া করা হয়েছে, ট্রলি এবং নিয়োগ করা হয়েছে বাড়তি লোকবল। নির্ধারিত সময়ে সকল বর্জ্য অপসারণ করতে ৪ হাজার ৫০০ শ্রমিক বর্জ্য ব্যবস্থাপনায় কাজের জন্য নিয়োগ করা হয়েছে।
 
গাজীপুর সিটি করপোরেশন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক জানান, সিটি করপোরেশনকে ঘোষিত সময়ের মধ্যে সকল বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্ন করতে করপোরেশন বদ্ধ পরিকর। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সফল করতে নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহায়তা চেয়েছে সিটি করপোরেশন।
 
তিনি আশা প্রকাশ করেন, মহানগরীর পরিচ্ছন্নতা রক্ষায় সকলে সম্মিলিতভাবে অংশ গ্রহণ করবেন এবং আমাদের প্রিয় গাজীপুরকে একটি স্বাস্থ্যকর ও সুন্দর নগরীতে পরিণত করতে সহযোগিতা সকলে সহযোগিতা করবেন। পরিচ্ছন্ন গাজীপুর হোক আমাদের অঙ্গীকার।
  • সর্বশেষ
  • জনপ্রিয়