শিরোনাম
◈ দেশে ফেরার প্রক্রিয়া শুরু: ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের ◈ হাসিনার অনুসারীদের জামিন বিতর্কে আইন উপদেষ্টার উদ্বেগ প্রকাশ ◈ প্রার্থীদের অস্ত্রের ঝুঁকি, নিরপেক্ষ প্রশাসন নিয়ে চ্যালেঞ্জ ইসির ◈ কূটনীতির রীতিনীতি কি উপেক্ষা করছেন প্রণয় ভার্মা ◈ ওসমান হাদির অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে, অনুমতি দিয়েছে পরিবার ◈ দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার ◈ দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে  লড়াই ক‌রে জিত‌লো ‌রিয়াল মা‌দ্রিদ ◈ মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান ◈ নির্বাচন নিয়ে ভারতের 'নসিহতে' বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন? ◈ শেষ স্ট্যাটাসে ওসমান হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

প্রকাশিত : ০২ জুন, ২০২৫, ০৯:৪৯ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ  ও গোমস্তাপুর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের ইসলামপুর গ্রামের ফেকু মোহাম্মদের ছেলে জাইদুল হক (৫৬) ও শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের মুসলিমপুরের আয়নাল হকের ছেলে হযরত আলী (৪০)।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন জাইদুল হক। পথে বাঙ্গাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে বলেও জানান তিনি। 

এদিকে  শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, গত রবিবার রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কলায়বাড়ি এলাকায় দুটো ব্যাটারি চালিত দুটি অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে রিকশা চালক হযরত আলী গুরতর আহত হন। স্থানীয় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারে মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানান ওসি।
  • সর্বশেষ
  • জনপ্রিয়