চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বজ্রপাতে মো.শাহাবুদ্দিন নামে এক যুবক মারা গেছেন। শুক্রবার রাতে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের কামাত-সন্তোষপুরে চুড়ইলবিলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি মারা যান। ৩০ বছর বয়সী শাহাবুদ্দিন ওই এলাকারই তাজামুল হকের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ওসি মো. রইস উদ্দিন। গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন বলেন, চুড়ইল বিলে রাতের বেলায় ধানের খড় ট্রলিতে তুলতে গিয়ে বজ্রপাতে মারা যায় শাহাবুদ্দিন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।