শিরোনাম
◈ তেল আমদানি এখনো পুরনো দামে, যুদ্ধ দীর্ঘ হলে পরিস্থিতি পুনর্বিবেচনা হবে: সালেহউদ্দিন আহমেদ ◈ ট্রাম্পের আকস্মিক জি-সেভেন সম্মেলন ত্যাগ: ইরান-ইসরায়েল নয়, আরও বড় কিছু ঘটছে? ◈ জুলাই মাসের মধ্যে `জাতীয় সনদ' তৈরি করতে পারবো: আলী রীয়াজ ◈ ঐকমত্য কমিশনের সংলাপ বয়কট করল জামায়াতে ইসলামী ◈ নেতানিয়াহুর ঔদ্ধত্যে ইসরায়েলের সামরিক অহংকার চূর্ণ, ইতিহাসে ফিরছেন আহমদ চালাবির ছায়া:হামিদ মীর ◈ ইরান-ইসরায়েল সংঘাতে জি-৭ নেতাদের বিবৃতি: ইসরায়েলের পক্ষে অবস্থান, ইরানকে ‘সন্ত্রাসের উৎস’ আখ্যা ◈ ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানাল ২১ মুসলিম দেশ ◈ ভয়াবহ যুদ্ধের ই‌ঙ্গিত দি‌য়ে  ইরা‌নের রাজধানী তেহরানের বাসিন্দাদের শহর ছাড়তে বললেন ডোনাল্ড ট্রাম্প ◈ ইসরায়েল ইরানে পরমাণু বোমা ফেললেই, পাকিস্তান পরমাণু হামলা চালাবে নেতানিয়াহুর দেশে, এবার কি তৃতীয় বিশ্বযুদ্ধ? ◈ দেখা হলে সাকিবকে  জিজ্ঞাসা করবো কেন আমার বিরু‌দ্ধে ভুল তথ্য দি‌য়ে‌ছি‌লেন : তা‌মিম ইকবাল

প্রকাশিত : ১৭ মে, ২০২৫, ০৪:২৩ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুইদিন বিমানবন্দরে আটকে থাকার পর অবশেষে দলের সঙ্গে রিশাদ-নাহিদ রানা

ভিসা জটিলতায় দুইদিন দুবাই বিমানবন্দরে আটকে থাকার পর দলের সাথে যোগ দিয়েছেন রিশাদ হোসেন এবং নাহিদ রানা।  ইমিগ্রেশনে সমস্যা থাকায় এয়ারপোর্ট সংলগ্ন হোটেলে ছিলেন এই দুই ক্রিকেটার। এমিরেটস ক্রিকেট বোর্ডের সহায়তায় সমস্যা সমাধানের পর শুক্রবার (১৬ মে) আরব আমিরাত সফরে থাকে বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন রিশাদ হোসেন এবং নাহিদ রানা। 

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী শনিবার (১৭ মে) রাত ৯টায় স্বাগতিক আমিরাতের মুখোমুখি হবে লিটন দাসের দল। তবে সিরিজ শুরুর আগে এক অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন দলের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা।

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৪ মে দুই ধাপে বিভক্ত হয়ে ইউএইতে যায় বাংলাদেশ দল। সেদিন প্রথম ধাপে এই দুই ক্রিকেটার ঢাকা ছাড়েন। তবে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ইমিগ্রেশন পার হতে পারেননি তারা।  পাকিস্তানে পিএসএল খেলে সদ্য দেশে ফেরা এই দুই ক্রিকেটার সিরিজ উপলক্ষে আবার আমিরাতে যোগ দিতে গেলে পড়েন ভিসা ও ইমিগ্রেশন জটিলতায়। দুবাই বিমানবন্দরে তাদের আটকে রাখা হয় টানা দুই দিন। এমনকি একসময় শঙ্কা দেখা দেয়, হয়তো দেশে ফিরতেই হবে তাদের।

বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস জানান, রিশাদ ও নাহিদের স্পেশাল ভিসা থাকায় প্রবেশের সময় ইমিগ্রেশন কিছু আপত্তি তোলে। তবে আরব আমিরাত ক্রিকেট বোর্ড দ্রুত বিষয়টি সমাধানে উদ্যোগ নেয়। এই সময়টায় তারা বিমানবন্দরের হোটেলেই অবস্থান করছিলেন। সব সমস্যা কাটিয়ে শেষ পর্যন্ত তারা বৃহস্পতিবার রাতে দলের সঙ্গে যোগ দেন।

উল্লেখ্য, এই দুই তরুণ প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিয়েছিলেন। কিন্তু ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার জেরে পিএসএলে তাদের অভিজ্ঞতা সুখকর হয়নি। নিরাপত্তা শঙ্কায় তারা তড়িঘড়ি করে ৯ মে দুবাইয়ে ফেরত আসেন এবং পরে দেশে ফিরে আসেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়