শিরোনাম
◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ অপপ্রচারের বিরুদ্ধে জাতিসংঘকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছার আশাবাদ আলী রীয়াজের ◈ আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

প্রকাশিত : ১৭ মে, ২০২৫, ০৮:২২ রাত
আপডেট : ২৩ জুন, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্ডা ভেবে গুইসাপ উদ্ধার, অতঃপর যা ঘটল

রংপুরের পীরগাছায় সান্ডা ভেবে একটি গুইসাপ আটকে রাখার ঘটনা ঘটেছে। পরে অবশ্য গুইসাপটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করে। শুক্রবার (১৬ মে) সকালে পীরগাছা উপজেলার সুখানপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুখানপুকুর গ্রামে একটি বাড়ির গোয়ালঘর থেকে সান্ডা ভেবে গুইসাপটি ধরে আটকে রাখেন। খবর পৌঁছায় ‘ওয়াইল্ডলাইফ স্ন্যাক অ্যান্ড রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর একটি টিম ঘটনাস্থলে গিয়ে উপস্থিত লোকজনকে প্রাণীটির প্রকৃত পরিচয় জানিয়ে সবার বিভ্রান্তি দূর করেন। এরপর গুইসাপটি সেখান থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।

এর আগে, সান্ডা, দব এবং গুইসাপ—এই তিনটি প্রাণী চেনার বিভিন্ন কৌশল তুলে সচেতনতামূলক আলোচনা করেন ‘ওয়াইল্ডলাইফ স্ন্যাক অ্যান্ড রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান সোহেল। স্থানীয়রা এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে সচেতন থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

সান্ডার মতো দেখতে গুইসাপ দক্ষিণ এশিয়ায় বহুল পরিচিত একটি সরীসৃপ। এটি স্থল ও জল উভয় পরিবেশে বিচরণ করে এবং বড় আকৃতির হয়ে থাকে। আর দব সাধারণত আরব অঞ্চলের মরুভূমিতে দেখা যায়।

মাহমুদুল হাসান সোহেল বলেন, গুইসাপ পরিবেশের গুরুত্বপূর্ণ প্রাণী। এটি সান্ডা নয় এবং মানুষের কোনো ক্ষতি করে না। তাই কেউ এ ধরনের প্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা আমাদের সঙ্গে যেন যোগাযোগ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়