শিরোনাম
◈ ৭ কলেজের শিক্ষার্থীদের আবারও মাঠে নামার হুঁশিয়ারি (ভিডিও) ◈ আওয়ামী লীগের সমর্থক হলেও বিএনপিতে আসতে পারেন, যদি দোসর না হন: আমীর খসরু (ভিডিও) ◈ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা, এলাকাগুলো হলো ◈ বিদ্যুতের অভাবে বেনাপোল ইমিগ্রেশনে এক ঘন্টা আটকে পাসপোর্টধারীরা, বাণিজ্যে অচলাবস্থা! ◈ আইএমএফ’র শর্তে অর্থনীতিতে বাড়ছে শঙ্কা, বিকল্প খোঁজার তাগিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের পর এনসিপি সামনে কী করতে চায়? ◈ মধ্যপ্রাচ্যে ট্রাম্পের সফরসঙ্গী ফিফা প্রেসিডেন্ট: কড়া সমা‌লোচনায় ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ◈ রা‌তে এফএ কাপ ফাইনাল খেল‌তে মা‌ঠে নাম‌বে ম্যানচেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেস ◈ বংশালে নকল ক্যাবল কারখানায় অভিযান, বিপুল পরিমাণ নকল ক্যাবলসহ দুইজন গ্রেফতার ◈ ২০২৫-২৬ অর্থবছরে এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা 

প্রকাশিত : ১৭ মে, ২০২৫, ০৫:৫৮ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মাসুদ আলম

বংশালে নকল ক্যাবল কারখানায় অভিযান, বিপুল পরিমাণ নকল ক্যাবলসহ দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নকল বৈদ্যুতিক ক্যাবলসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মো. পারভেজ (৩৩) ও মো. রুবেল (২৫)। এ সময় তাদের হেফাজত হতে বিভিন্ন ক্যাবল কোম্পানির নকল মনোগ্রাম ও স্টিকার সম্বলিত ৩৭ কয়েল ক্যাবল জব্দ করা হয়।

বৃহস্পতিবার গভীর রাতে বংশাল থানাধীন টেকেরহাট নবাবপুর ফাঁড়ি রোডের ৫/৩০ নম্বর বাড়ির নীচতলায় অবস্থিত একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও উক্ত মালামাল জব্দ করা হয়।

শনিবার বংশাল থানা সূত্রে জানা যায়, বংশাল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবাবপুর ফাঁড়ি রোড এলাকায় অবস্থিত নকল বিদ্যুৎ ক্যাবল কারখানায় অভিযান চালায় বংশাল থানা পুলিশ। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় পারভেজ ও রুবেলকে গ্রেফতার করে পুলিশ। এসময় অজ্ঞাতনামা আরো ২/৩ জন পালিয়ে যায়।

এরপর কারখানার ভেতরে তল্লাশি করে বিভিন্ন স্বনামধন্য ক্যাবল কোম্পানির নকল মনোগ্রাম ও স্টিকার সম্বলিত ৩৭ কয়েল ক্যাবল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতরাসহ পলাতকদের বিরুদ্ধে বংশাল থানায় মামলা করা হয়েছে।

বংশাল থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ পলাতক আসামিদের সহায়তায় জাল মনোগ্রাম ব্যবহার করে নকল ক্যাবল প্রস্তুত ও বাজারজাত করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তারা ক্যাবল তৈরির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়