অনেক বছর ধরেই পর্দায় অনুপস্থিত অপু বিশ্বাস। অভিনয় থেকে মন সরিয়ে এখন ব্যস্ত রয়েছেন ব্যবসা নিয়ে। পাশাপাশি মাঝেমধ্যে ফটো শুট ও মেকওভারে নতুনভাবে নিজেকে উপস্থাপন করেন, হাজির হন নতুন নতুন লুকে।
শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করেন এ চিত্রনায়িকা।
সেখানে দেখা যায়, সাদা শাড়ি, রুপালি কাজ আর অভিজাত গয়নায় সজ্জিত নায়িকা কখনো মিষ্টি হাসি, কখনো স্নিগ্ধ ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন।
সেই ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন।’ সেই পোস্টের মন্তব্যের ঘর ভরে ওঠে প্রশংসায়।
এদিকে অপু বিশ্বাসকে সবশেষ দেখা গেছে ‘ছায়াবৃক্ষ’ সিনেমায়।
বন্ধন বিশ্বাস পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক নিরব। এরপর নায়িকা জানিয়েছিলেন, সামনে সিনেমা প্রযোজনা করবেন, বড় কিছু নিয়ে আসছেন। এখন অনুরাগীরা সে অপেক্ষাতেই রয়েছেন।