শিরোনাম
◈ “দায়িত্ব পালনে ন্যায়ের পথে, একাকীত্বেও অনড় শফিকুল আলম” ◈ যে প্রস্তাব দিতে গিয়ে বিপদে পড়েছিলেন ড. ইউনূস! (ভিডিও) ◈ বাংলাদেশকে এড়িয়ে উত্তর-পূর্ব ভারতের বিকল্প সংযোগে মিয়ানমার-মহাসড়ক পথ বেছে নিচ্ছে ভারত ◈ বাংলাদেশের সীমান্তে ভারত কাদের ঠেলে দিচ্ছে?  ◈ এবার শেখ মুজিবের সেই ভাস্কর্য ভাঙল ছাত্র-জনতা (ভিডিও) ◈ অ‌নেক ক‌ষ্টে ম্যানইউকে হারা‌লো ‌চেল‌সি, আ‌রেক ম‌্যাচে অ‌্যাস্টন ভিলার জয় ◈ যে কারণে আজ খোলা সরকারি অফিস ◈ ভারত কি ট্রাম্পকে শূন্য শুল্কের প্রস্তাব দিয়েছে?  ◈ ধারণার চেয়ে অনেক আগেই বিলীন হবে মহাবিশ্ব: ব্ল্যাকহোল বিশেষজ্ঞ ◈ শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড, ৩ আসামিকে খালাস

প্রকাশিত : ১৭ মে, ২০২৫, ০১:১৬ রাত
আপডেট : ১৭ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘শয়তানের নিঃশ্বাসে’ সম্মোহিত: আত্মীয় সেজে প্রবাসীর সর্বস্ব লুটে নিলো প্রতারক নারী (ভিডিও)

আত্মীয় সেজে বাসায় ঢুকে এক রহস্যময়ী নারী চট্টগ্রামের আরেক মার্কিন প্রবাসীর পরিবারকে সম্মোহিত করে প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৫ লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছেন। পুলিশ ধারণা করছে, ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত একটি সম্মোহনী রাসায়নিক বা হ্যালুসিনেটিক ড্রাগ ব্যবহার করা হয়েছে এই অপরাধে।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে, চট্টগ্রামের হালিশহর এলাকায় ৭৫ বছর বয়সী জোহরা বেগমের বাসায়। অভিযুক্ত নারী নিজেকে জোহরা বেগমের আমেরিকা প্রবাসী স্বামীর আত্মীয় পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করেন। দীর্ঘদিন পর দেখা হওয়ার অজুহাতে জোহরাকে আলিঙ্গন করেন এবং সেসময়ই কৌশলে তার নাকে একটি সন্দেহজনক পদার্থ প্রয়োগ করেন বলে অভিযোগ ওঠে।

জোহরার নাতনীর ভাষ্যমতে, “আমরা ভেবেছিলাম উনি সত্যিই আত্মীয়, তাই সবাই কথা বলছিলাম। রান্নাঘরে চা বানাতে গিয়ে ফিরে দেখি ব্যাগ নেই, গয়না-টাকা সব উধাও।”

ঘটনার সময় পরিবারের অন্যান্য সদস্যরাও বাসায় উপস্থিত ছিলেন, তবে তারা সবাই সন্দেহভাজন নারীর কথাবার্তায় আত্মবিশ্বাসী হওয়ায় সন্দেহ করেননি।

পুলিশ ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং সন্দেহভাজনের সন্ধানে তৎপরতা শুরু করেছে। পুলিশের এক কর্মকর্তা জানান, “আমরা ধারণা করছি ‘শয়তানের নিঃশ্বাস’ নামক একটি রাসায়নিক ব্যবহার করা হয়েছে, যা মানুষের উপর কিছু সময়ের জন্য সম্মোহন সৃষ্টি করতে সক্ষম।”

এই ঘটনার সাথে ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর চট্টগ্রামের সুগন্ধা আবাসিক এলাকার আরেকটি চাঞ্চল্যকর ঘটনার মিল পাওয়া গেছে। সেদিন হামিদা বেগম নামের এক বৃদ্ধার বাসায় একইভাবে প্রবেশ করে এক নারী ৫০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। ওই ঘটনার ক্ষেত্রেও টার্গেট ছিল একজন আমেরিকা প্রবাসীর পরিবার।

পুলিশের ধারণা, এধরনের প্রতারণা চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় এবং প্রবাসীদের পরিবারকে টার্গেট করে থাকে। আত্মীয় পরিচয় দিয়ে বিশ্বাস অর্জনের পর, হঠাৎ সম্মোহনী কৌশল প্রয়োগ করে দ্রুত সময়ের মধ্যেই চুরি করে পালিয়ে যায়।

'শয়তানের নিঃশ্বাস' কী?
'শয়তানের নিঃশ্বাস' নামে পরিচিত স্কোপোলামিন একটি মাদক, যা মানুষকে অচেতন করে অপরাধীদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এটি প্রায় ২০ থেকে ৬০ মিনিটের মধ্যে প্রভাব ফেলে এবং এর প্রভাব ১৫ মিনিট থেকে ৩ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। এই মাদকটি সাধারণত পাউডার বা তরল আকারে থাকে এবং নিঃশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করানো হয়। 

সতর্কতা ও পরামর্শ
এই ধরনের অপরাধ থেকে বাঁচতে সতর্ক থাকা জরুরি। অপরিচিত কেউ ঘরে এলে তার পরিচয় নিশ্চিত করুন এবং সন্দেহজনক আচরণ লক্ষ্য করলে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিন। এছাড়া, অপরিচিত কারও দেওয়া খাবার বা পানীয় গ্রহণ থেকে বিরত থাকুন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে:

হঠাৎ করে আত্মীয় পরিচয় দিয়ে কেউ এলে প্রমাণ না দেখে বাড়িতে প্রবেশ করতে দেবেন না।

গয়না বা নগদ অর্থ ঘরের খোলামেলা স্থানে না রেখে নিরাপদ স্থানে রাখুন।

সন্দেহ হলে দ্রুত ৯৯৯ নম্বরে যোগাযোগ করুন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়