শিরোনাম
◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ ◈ আগস্টে বাংলাদেশে সফর‌ নি‌য়ে সিদ্ধান্তহীনতায় ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ তিন ইস্যু নিয়ে থমকে আছে ভোটের সিদ্ধান্ত ◈ অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ‌খেল‌বে বাংলাদেশ এ’ দল ◈ সাবেক সিইসি নুরুল হুদার রাষ্ট্রদ্রোহ মামলায় দায় স্বীকার, আদালতে জবানবন্দি ◈ বার্ডে ৭ পদের জন্য আবেদন ২৩ হাজার! হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, নিয়োগে তদবিরের অভিযোগে উদ্বিগ্ন প্রশাসন ◈ উজিরপুরে যৌতুক না পেয়ে নবজাতক বিক্রির অভিযোগ, প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ আদমদীঘিতে অবরোধ করে সড়কে মরিচ ফেলে কৃষকদের প্রতিবাদ ◈ পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করলেন ইউএনও

প্রকাশিত : ১৬ মে, ২০২৫, ১২:৪৯ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাংশায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালকের মৃত্যু 

সৈকত শতদল (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জয় শেখ (১৫) নামে এক কিশোর ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৬ টায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহা সড়কের উপজেলার বাবুপাড়া ইউপির বালিয়াপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

জয় শেখ উপজেলার কলিমহর ইউপির মাসলিয়া গ্রামের কালাম শেখ এর ছেলে। সে ভ্যানে করে টয়লেটের স্লাব বসানোর কাজ করতো।

জানা যায়, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে সহ কর্মীদের সাথে কাজের উদ্দেশ্য ভ্যান যোগে কালুখালী যাওয়ার পথে উপজেলার বাবুপাড়া ইউপির বালিয়াপাড়া এলাকায় আসলে রাজবাড়ী থেকে ছেরে আসা কুষ্টিয়া গামী ঘাতক ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. কুতুব আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন এর সাব অফিসার বাকি বিল্লাহ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় জয় শেখ কে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাংশা হাইও‌য়ে থানার ও‌সি হারুন অর র‌শিদ ব‌লেন, খবর পে‌য়ে পু‌লিশ ঘটনা স্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। ঘটনার পরপরই ট্রাক চালক ট্রাক নি‌য়ে পা‌লি‌য়ে যায়। তা‌কে আট‌কের চেষ্টা অব‌্যহত র‌য়ে‌ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়