শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৬ মে, ২০২৫, ১২:৪৬ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমন্বয়ক পরিচয়ে স্কুল শিক্ষককে হুমকি

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধি পরিচয়ে বেপরোয়া হয়ে উঠেছে নাসির আল ইমরান নামে এক যুবক। পেশায় একটি বেসরকারি হাসপাতালের কর্মী হলেও পরিচয় দিয়ে বেড়ান সমন্বয়ক হিসেবে। কখনো কখনো দেন জাতীয় নাগরিক কমিটি নেতার পরিচয়।
 
সম্প্রতি রুবিনা আক্তার রুবি নামে এক স্কুল শিক্ষিকাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এই বেসরকারি হাসপাতাল কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার  (১৫ মে) বিকালে  একটি নম্বর থেকে কল করে এমনটি করেছে নাসির- বলে দাবি করেছেন ভুক্তভোগী শিক্ষিকা।
 
রায়পুর থানা, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রায়পুর সেনা ক্যাম্পে একই অভিযোগের পৃথক তিনটি কপিতে শিক্ষিকা লিখেন, নাসির নিজেকে ছাত্র সমন্বয়ক দাবি করে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। ওই শিক্ষিকা বলেন, আমার নামে মানববন্ধন হবে বলে জানিয়েছে নাসির। আমাকে নানান হুমকি-ধমকি দিয়েছে। 
 
মুঠোফোনে কথা হলে নাসির আল ইমরান বলেন, আমি তার বিরুদ্ধে থাকা কয়েকটি অভিযোগের বিষয়ে বলেছি। ছাত্ররা মানববন্ধন করবে বলে সতর্ক করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আমার সাথে দেখা করতে বলছি।
 
অভিযোগ সুত্রে জানাজায়, এক কোচিং শিক্ষকের কাছে পড়তে যেতেন ভুক্তভোগী শিক্ষিকার কর্মরত রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী, সেখানে সে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হতো। গত ১২ মে তাকে বিষন্ন অবস্থায় দেখলে শিক্ষিকা রুবি কী হয়েছে জানতে চান। পরে বিস্তারিত জেনে তার অভিভাবককে বিদ্যালয়ে ডাকা হয়।
 
অভিভাবক এসে শিক্ষকদের সহযোগিতায় রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন। এর জেরে শিক্ষক কোচিং শিক্ষকের পক্ষ হয়ে শিক্ষিকা রুবিনা আক্তার রুবিকে হুমকি দেয় নাসির আল ইমরান। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন ভুঞা বলেন, নাসির আল ইমরান নামে একজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
 
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খাঁন বলেন, এক শিক্ষিকাকে হুমকি দিয়েছে মর্মে একটি অভিযোগ পেয়েছি। দ্রুত বিষয়টি নিষ্পত্তি করা হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়