শিরোনাম
◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ ◈ আগস্টে বাংলাদেশে সফর‌ নি‌য়ে সিদ্ধান্তহীনতায় ভারতীয় ক্রিকেট বোর্ড

প্রকাশিত : ১৬ মে, ২০২৫, ১২:৩৯ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীতে থ্রি হুইলার বন্ধের দাবিতে মানববন্ধন 

সানজিদা রুমা, নরসিংদী : ঢাকা-সিলেট মহাসড়ক সহ জেলার বিভিন্ন সড়কে থ্রি হুইলার, সিএনজি ও ভটভটি চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন করেছে জেলার ট্রাক- বাস-মিনিবাস মালিক-শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা মোড়ের ডিসি রোড়ে পরিবহন শ্রমিক নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ মোজাম্মেল হক ভূঁইয়া, ফারিয়া পরিবহনের মালিক ফারুক মিয়া সহ বিভিন্ন ইউনিটের কয়েকশ মালিক-শ্রমিক এতে অংশ নেন। এসময় ব্যস্ততম ডিসি রোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। 

মানববন্ধনে অংশ নেওয়া পরিবহন নেতারা বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ও জেলাস্হ বিভিন্ন সড়কে অবাধে অবৈধ থ্রি হুইলার ও সিএনজি চলাচল করছে। ফলে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। এতে মানুষের প্রাণহানীসহ অংঙ্গহানী হচ্ছে। সড়কে প্রতিদিন বাড়ছে লাশের মিছিল। মহাসড়কে এসব থ্রি হুইলার চলাচল বন্ধে হাইকোর্টে নির্দেশনা থাকলে প্রশাসনের গাফলতির কারণে তা বাস্তবায়ন হচ্ছে না। প্রশাসনের নিরবতার কারণে বাড়ছে দূর্ঘটনা। এতে আমরা পরিবহন মালিক-শ্রমিকরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। সড়ক-মহাসড়ক থেকে সড়ক দূর্ঘটনা রোধ করতে হলে দ্রুত থ্রি হুইলার চলাচল বন্ধ করতে হবে। তারা আরও বলেন, যদি ৪৮ ঘন্টার মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন না করলে আমরা পরিবহন মালিক-শ্রমিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। তাই দ্রুত এসব অবৈধ থ্রি হুইলার বন্ধে আহ্বান জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়