শিরোনাম
◈ সৌদি আরবকে হজের কোটা নিয়ে যে অনুরোধ করলেন ধর্ম উপদেষ্টার ◈ সুইস ব্যাংকে বাংলাদেশি আমানতের রেকর্ড: কারা পাচার করল, কীভাবে করল? ◈ যুদ্ধের মুখে ইসরায়েলের নাগরিকদের সুরক্ষা রাখে ‘মামাদ’ কৌশল ◈ গাজায় ‘মানবসৃষ্ট খরা’তে শিশুরা তৃষ্ণায় মৃত্যুর ঝুঁকিতে: ইউনিসেফের সতর্কবার্তা ◈ বাংলাদেশের এক বিভাগের চেয়েও ছোট আয়তনের ইসরায়েলের জনসংখ্যা কত? ◈ সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার ডিবি হেফাজতে, বেইলি রোড থেকে আটক ◈ এই ইসরায়েল হাসপাতালে ক্ষতির অভিযোগ করেছে, অথচ তারা গাজায় ৭০০ হাসপাতালে হামলা করেছে: এরদোয়ান ◈ তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতি চলছে, শিগগিরই ফিরবেন: আমীর খসরু ◈ জাতিসংঘ মহাসচিবের হুঁশিয়ারি: সংঘাত ছড়িয়ে পড়লে এমন আগুন জ্বলবে, যা কেউ থামাতে পারবে না ◈ আইআরজিসির কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন খামেনি

প্রকাশিত : ১৫ মে, ২০২৫, ১১:২৬ রাত
আপডেট : ১৮ জুন, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিপি নেতাকর্মীর ওপর সাভারে হামলা, আহত ৮

সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্বদানকারী বেশ কয়েকজনের ওপর হামলা করে পিটিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। 

বুধবার দিবাগত রাত ১২টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনজনের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আহতরা হলেন- এনসিপির অঙ্গসংগঠন শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ইমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাভার উপজেলার যুগ্ম সদস্য সচিব তাওহিদুল ইসলাম সানভি, সাভার উপজেলার সিনিয়র মুখপাত্র হৃদয় হাসান, সিটি ইউনিভার্সিটির সদস্য সচিব তাওহিদ আহমেদ শান্তসহ আরও চারজন।

আহত এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ইমন বলেন, আমরা রাতে ওই এলাকায় ঘুরতে যাই। ঘুরতে ঘুরতে হঠাৎ উৎকট গন্ধ পাই। পরে এলাকায় খোঁজ নিয়ে দেখি সেখানে অবৈধ সিসা কারখানায় সিসা পোড়ানো হচ্ছে। তাৎক্ষণিক আশুলিয়া থানার ওসিকে ফোন দিলে তিনি ঘটনাস্থলের ভিডিও ধারণ করে দিতে বলেন। আমরা ভিডিও নিয়ে গোহাইলবাড়ি এলাকায় গেলে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলযোগে ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। এ সময় আমাদের আটজন নেতাকর্মী আহত হয়েছেন।

আশুলিয়া থানার পরিদর্শক কামাল হোসেন বলেন, এ ব্যাপারে ওসির সঙ্গে যোগাযোগ করেন বিস্তারিত জানতে পারবেন। 

আশুলিয়া থানার ওসি সোহরাব আল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে মোবাইলে তিনি যুগান্তরকে জানান, এ ঘটনায় রাতের পর কেউ তার সঙ্গে যোগাযোগ করেননি। তবে গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেলে ও ৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ না পাওয়ায় কোনো মামলা হয়নি। তদন্তে কোনো পুলিশও ঘটনাস্থলে যায়নি। তবে এ ঘটনায় উভয়পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানতে পেরেছেন তিনি। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়