শিরোনাম
◈ পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করলেন ইউএনও ◈ ৮৫০ কোটি টাকার সার কিনছে সরকার, এলএনজি আমদানির অনুমোদন  ◈ এনবিআরের লুতফুলসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ◈ নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য হবে না: অর্থ উপদেষ্টা ◈ মে‌সি আর্জেন্টিনায় ফির‌তে যুক্তরাষ্ট্র ছাড়ছেন? ◈ বিশ্বব্যাংকের সহায়তায় ১১ ব্যাংকের সম্পদের মান যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক ◈ রূপালী ব্যাংকের কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে ◈ জাপানে বাঁচার যুদ্ধ হেরে গেলেন বাংলাদেশের আপন: না খেয়ে মৃত্যু এক মেধাবীর ◈ আপনারা কখনও শান্তি পাবেন না, যতক্ষণ না দুঃখ প্রকাশ করেন : প্রেস সচিব ◈ নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়নি: সিইসি

প্রকাশিত : ১৫ মে, ২০২৫, ০২:৪২ রাত
আপডেট : ২৬ জুন, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও)

রংপুর নগরীর বেতপট্টি এলাকায় ‘লক্ষ্মী জুয়েলার্স’ নামের একটি সোনার দোকানে বোরকা পরে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। 

বুধবার (১৪ মে) দুপুরের দিকে এ চুরির ঘটনা ঘটে। এতে প্রায় দেড় কোটি টাকার সোনা চুরি হয়েছে বলে দাবি করছেন দোকান মালিক।

পুলিশ ও দোকান কর্মচারীরা জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দুটি দলে বিভক্ত হয়ে বোরকা পরা পাঁচ নারী দোকানে প্রবেশ করেন। তারা গহনা দেখার নামে কর্মচারীদের নানাভাবে ব্যস্ত রাখেন এবং কয়েকবার গহনা ওয়াশ করানোর জন্য একজন কর্মচারীকে বাইরে পাঠান। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে কর্মচারীদের ব্যস্ততার সুযোগ নিয়ে ক্যাশ কাউন্টারের পাশে রাখা সোনার স্টক বক্সটি কৌশলে চুরি করে নিয়ে পালিয়ে যান তারা।

বিকেল ৩টার দিকে দোকান মালিক বিষয়টি জানতে পারেন এবং সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সত্যতা নিশ্চিত হন।

লক্ষ্মী জুয়েলার্সের মালিক অনিন্দ বসাক বলেন, একদল নারী প্রতারক আমাদের কর্মচারীদের বিভ্রান্ত করে দোকানের স্টক বক্সটি নিয়ে গেছে। তাতে ১০০ ভরি সোনা ছিল। যার মূল্য প্রায় দেড় কোটি টাকা। এ বিষয়ে আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। একজন অফিসার তদন্ত করছেন। নগরীর বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করে চোরদের শনাক্তের চেষ্টা চলছে। উৎস: আরটিভি অনলাইন ও মাছরাঙ্গা টেলিভিশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়