শিরোনাম
◈ হাজারীবাগে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ◈ প্রশান্ত মহাসাগরের পথে যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোমারু: নিউইয়র্ক টাইমস ◈ ইসরায়েলকে থামাতে সম্মিলিত কূটনৈতিক পদক্ষেপ জরুরি: ওআইসি সম্মেলনে তৌহিদ হোসেন ◈ ইরানে ডজনখানেক সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের ◈ সাংবিধানিক কাউন্সিল : কিছু প্রশ্ন ও বিএনপির আপত্তি ◈ সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনজনের নাম চূড়ান্ত করেছেন খামেনি ◈ সাবেক সিইসি-ইসিদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি: বিতর্কিত তিন নির্বাচন ◈ ‘বিস্মিত’ ইসরাইল, প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ড্রোন হামলা ◈ নির্বাচনে জোর, আসনভিত্তিক জরিপ চালাচ্ছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ◈ কী কী অস্ত্র ব্যবহার হচ্ছে ইরান-ইসরাইল সংঘাতে?

প্রকাশিত : ১৪ মে, ২০২৫, ০৬:২৭ বিকাল
আপডেট : ১৮ জুন, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে অন্যের হয়ে পরীক্ষায় দিতে এসে ৩ জন আটক

তপু সরকার হারুন : শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে আসা ৩ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। মঙ্গলবার শেরপুরের নবারুণ পাবলিক স্কুলে লিখিত পরীক্ষা শুরু হওয়ার পূর্বে কেন্দ্রে প্রবেশের সময় কাগজপত্র যাচাইকালে ছবি এবং তথ্যের গরমিল ধরা পড়লে ০৩ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, ১। মোঃ রাজু আহম্মেদ (২৯), পিতা- নজরুল ইসলাম, মাতা- মোছাঃ দুলী, সাং- কমরগ্রাম, থানা- জয়পুরহাট সদর, জেলা- জয়পুরহাট, এ/পি- জনতা হাউজিং, রোড নং-০৪, বাসা নং-০২, মিরপুর-২, থানা- মিরপুর মডেল, ডিএমপি, ঢাকা। ২। আফ্রিদি রহমান @ নিটু (২৭), পিতা- ইকতিয়ার উদ্দিন, মাতা- সেলিনা আক্তার, সাং- আলিআকবর ডেইল, থানা- কুতুবদিয়া, জেলা- কক্সসবাজার, এ/পি- হক সোসাইটি, পূর্ব বাসাবো, থানা- মুগদা, ডিএমপি, ঢাকা। ৩। আবু শাহাদাৎ তুষার (২৭), পিতা- মোখলেছ উদ্দিন, মাতা- মেহেরুননেছা, সাং- কানসাট কলাবাড়ী, থানা- শিবগঞ্জ, জেলা- চাপাইনবাবগঞ্জ, এ/পি- আগারগাঁও তাতলা বাসস্ট্যান্ড (ভুলুবাড়ী গলি), থানা- শেরে বাংলানগর, ডিএমপি, ঢাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ করিলে, তারা আর্থিক লেনদেন এর মাধ্যমে মূল পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে এসেছিল বলে স্বীকার করেছে। আটকৃত ১। মোঃ রাজু আহম্মেদ মূল পরীক্ষার্থী আসামী শাকিল মিয়ার পরিবর্তে লিখিত পরীক্ষায় ৮০,০০০/- (আশি হাজার) টাকার বিনিময় ২। আফ্রিদি রহমান @ নিটু মূল পরীক্ষার্থী আসামী শাকিল আহম্মেদ এর পরিবর্তে লিখিত পরীক্ষায় ৬০,০০০/- (ষাট হাজার) টাকার বিনিময় ও ৩। আবু শাহাদাৎ তুষার মূল পরীক্ষার্থী আসামী মোঃ বাদল ইসলাম এর পরিবর্তে লিখিত পরীক্ষায় ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার বিনিময় প্রক্সি দিতে এসেছিল।

উক্ত ঘটনায় আসামী গ্রেফতার সংক্রান্তে শেরপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়