শিরোনাম
◈ গোপালগঞ্জে কাদের গুলিতে চারজন নিহত? ◈ ফিরে দেখা ১৮ জুলাই: ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে ঘিরে ব্যাপক সংঘর্ষ, সারাদেশে নিহত ৩১ ◈ ইরানে ফের হামলার পরিকল্পনা ইসরায়েলের ◈ ওবামা দম্পতির বিয়েবিচ্ছেদের গুজব উড়িয়ে মিশেল বললেন: "এক মুহূর্তের জন্যও বারাককে ছেড়ে যাওয়ার কথা ভাবিনি" ◈ কুমিল্লায় হত্যার রহস্য উন্মোচন: ঋণের টাকা পরিশোধ করতে অটো চালক বন্ধুকে কুপিয়ে হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেফতার ◈ গোয়েন্দা ব্যর্থতায় হাসিনার পতন, কলকাতায় বসে দাবি হাছান মাহমুদের ◈ দুর্দান্ত খে‌লে‌ছে বাংলা‌দেশ নারী দল, ভুটান‌কে হারা‌লো ৩-০ গো‌লে ◈ ১৮ জুলাই যে পদ্ধতিতে ৫ দিন মেয়াদি ফ্রি ইন্টারনেট পাবেন গ্রাহকরা ◈ মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ◈ ১৭ বছরের কিশোরকে নিয়ে পালালেন ৪০ বছর বয়সী দুই সন্তানের জননী

প্রকাশিত : ১৩ মে, ২০২৫, ১২:৪৭ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের উপস্থিতি টের পেয়ে পুকুরে ডুব দিলেও শেষ রক্ষা হয়নি এক ইউপি সদস্যের

দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও)

হাবিবুর রহমান সোহেল, কক্সবাজার : কক্সবাজার সদরের খুরুশকুলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুকুরে ডুব দিলেও শেষ রক্ষা হয়নি এক ইউপি সদস্যের। নারী ও শিশু নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি আবু বক্কর সিদ্দিক বাবুলকে শেষ পর্যন্ত গ্রেফতার করে পুলিশ। সোমবার (১২ মে) দুপুরে সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযানে অংশ নেয়া কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ জানান, গ্রেপ্তার হওয়া আবু বক্কর সিদ্দিক বাবুল খুরুশকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং স্থানীয় মৃত আমির হামজার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নারী ও শিশু নির্যাতন মামলায় পলাতক ছিলেন।

পুলিশ খবর পেয়ে অভিযান চালালে বাবুল একটি বড় পুকুরে ঝাঁপ দিয়ে পালাতে চেষ্টা করেন। তবে পুকুরের অপর প্রান্তে উঠতেই পুলিশ তাকে আটক করে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায়, তিনি কান্নাজড়িত কণ্ঠে পুলিশকে বলেন—“দুই দিন আগে আমার মা মারা গেছেন, কাল মেজবান আছে। আমাকে এখন না ধরেন ভাই।” তবে পুলিশের হাতে ধরা পড়া ঠেকানো সম্ভব হয়নি। কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান জানান, গ্রেফতারের পর তাকে থানায় এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়