শিরোনাম
◈ গোপালগঞ্জে কাদের গুলিতে চারজন নিহত? ◈ ফিরে দেখা ১৮ জুলাই: ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে ঘিরে ব্যাপক সংঘর্ষ, সারাদেশে নিহত ৩১ ◈ ইরানে ফের হামলার পরিকল্পনা ইসরায়েলের ◈ ওবামা দম্পতির বিয়েবিচ্ছেদের গুজব উড়িয়ে মিশেল বললেন: "এক মুহূর্তের জন্যও বারাককে ছেড়ে যাওয়ার কথা ভাবিনি" ◈ কুমিল্লায় হত্যার রহস্য উন্মোচন: ঋণের টাকা পরিশোধ করতে অটো চালক বন্ধুকে কুপিয়ে হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেফতার ◈ গোয়েন্দা ব্যর্থতায় হাসিনার পতন, কলকাতায় বসে দাবি হাছান মাহমুদের ◈ দুর্দান্ত খে‌লে‌ছে বাংলা‌দেশ নারী দল, ভুটান‌কে হারা‌লো ৩-০ গো‌লে ◈ ১৮ জুলাই যে পদ্ধতিতে ৫ দিন মেয়াদি ফ্রি ইন্টারনেট পাবেন গ্রাহকরা ◈ মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ◈ ১৭ বছরের কিশোরকে নিয়ে পালালেন ৪০ বছর বয়সী দুই সন্তানের জননী

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৫, ০১:০২ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় হত্যার রহস্য উন্মোচন: ঋণের টাকা পরিশোধ করতে অটো চালক বন্ধুকে কুপিয়ে হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেফতার

শাহাজাদা এমরান,কুমিল্লা: ঋণে জর্জরিত হয়ে গেছে মোঃ রিফাত (২৮)। তাই চোখে মুখে অন্ধকার দেখছিলো। পরামর্শ নেয় এক বন্ধুর কিভাবে ঋণ পরিশোধ করা যায়। আর সেই বন্ধু পরামর্শ দিলো অটো রিক্সা ছিনতাই করতে। অটো রিক্সা ছিনতাই করে বিক্রি করলেই মোটা অংকের টাকা পাওয়া যাবে। আর সেই বন্ধুর পরামর্শ অনুযায়ী মোঃ তাফরুল ইসলাম সৈকত (১৯) নামে অটো চালক বন্ধুকে গভীর রাতে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে দেয় খালে।

এমন লোমহর্ষ  ঘটনাটি ঘটেছে কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সিরহাট ইউনিয়নের বাহেরগড়া এলাকায়। আদালতে বন্ধুকে কুপিয়ে হত্যা করার ঘটনা স্বীকার করে জবানবন্দি প্রদান করেন মোঃ রিফাত। তিনি উপজেলার কনকাপৈত ইউনিয়নের আতাকরা ভূঁঞা বাড়ীর আবুল কাশেম ও নাজমা বেগম দাম্পতির ছেলে।  বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এমন তথ্য প্রকাশ করলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হিলাল উদ্দিন আহমেদ। 

ওসি জানান, চলতি মাসের ৩ জুলাই সন্ধ্যার সময় মুন্সিরহাট ইউনিয়নের বাহেরগড়ার নাঙ্গুলিয়া খালের লক্ষিপুর কালভাটের নিচে ১৯ বছর বয়সি এক তরুনের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পরে প্রযুক্তির সহায়তায় পুলিশ তার পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়। ঐ রাতে খায়রুল ইসলাম নামে এক ব্যক্তি মরদেহ দেখে সনাক্ত করে লাশটি তার ছেলে মোঃ তাফরুল ইসলাম সৈকতের। সে চৌদ্দগ্রাম বাজারে অটো চালাতো।

২ জুলাই অটো নিয়ে বাড়ী থেকে বের হওয়ার পর আর বাড়ীতে ফিরেনি। ৩ জুলাই রাতে খায়রুল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ একাধিক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। 

তথ্য প্রযুক্তির সহায়তায় ১৬ জুলাই গভীর রাতে মামলার প্রধান অভিযুক্ত মোঃ রিফাত (২৮) কে গ্রেফতার করে। গ্রেফতারের পর রিফাত পুলিশের কাছে স্বীকার করে তিনি ঋণে জর্জরিত। ঋণ পরিশোধ করার পরামর্শ চাইলে তার এক বন্ধু তাকে অটো ছিনতাই করে বিক্রি করলে মোটা অংকের টাকা পাওয়া যাবে বলে পরামর্শ দেয়।

বন্ধুর পরামর্শ অনুযায়ী ৩ জুলাই রাতে অটো চালক বন্ধু তাফরুল ইসলাম সৈকতের অটো ভাড়া করে নাঙ্গুলিয়া খালের লক্ষিপুর ব্রীজ এলাকায় যায়। এসময় বন্ধু সৈকত মোঃ রিফাতকে জিজ্ঞাস করে আমরা এখানে কার জন্য অপেক্ষা করছি। উত্তরে রিফাত বলে, এই সড়ক দিয়ে মাদকের একটি চালান যাবে আমরা সেই মাদকের চালান আটক করে বিক্রি করলে মোটা অংকের টাকা পাবো।

রাত শেষ হয়ে ভোরের হতেই রিফাত ধারালো দামা দিয়ে অটো চালক বন্ধু সৈকতের পিছন থেকে ঘাড়ের উপর সজোরে আঘাত করে। মুহুর্তের মধ্যে সৈকত লুটিয়ে পড়লে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরে টেনে হিচড়ে খালে পেলে দেয়। 

সংবাদ সম্মেলনে ওসি আরো জানান, রিফাত লাশ পেলে দিয়ে সৈকতের অটোটি নিয়ে আত্মগোপনে চলে যায়। কিন্তু অটোটি বিক্রি করতে না পেরে বাবুচি এলাকায় পেলে রেখে চলে যায়। আমরা সৈকতের লাশ উদ্ধারের পরের দিন অটোটি উদ্ধার করি। বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় ১৬ জুলাই গভীর রাতে মোঃ রিফাতকে গ্রেফতার করি। পুলিশের জিজ্ঞাসাবাদে সে খুনের সাথে একাই জড়িত বলে স্বীকার করে। তবে বন্ধুর প্ররোচনার কথাও পুলিশের কাছে স্বীকার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়