ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া( কুমিল্লা) প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও ২৪-এর শহীদ দিবস উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের রঙ-তুলিতে দেয়ালে দেয়ালে গণঅভ্যুত্থানের পুনর্জাগরণের চিত্র ফুটে উঠেছে। বৃহস্পতিবার ( ১৭ জুলাই ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে চলে জুলাই স্মরণে শিক্ষার্থীদের ২৪- এর রঙে গ্রাফিতি কার্যক্রম।
জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন ও ২৪-এর শহীদ দিবস উপলক্ষে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে ২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে সরকার। এই নির্দেশনা বাস্তবায়নে উপজেলা শিক্ষা অফিস ও প্রশাসনের আয়োজনে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই গ্রাফিতি কার্যক্রম পরিচালিত হয়। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদা জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল করিম। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিত ছিলেন। সরেজমিনে দেখা গেছে, যেসব দেয়ালে দেয়ালে সাঁটানো ছিল বিভিন্ন ধরনের পোস্টার সেসব দেয়ালে দেয়ালে এখন জুলাই স্মরণে আঁকা হচ্ছে ২৪-এর গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত নানারকম ছবি ও স্লোগান।
গণঅভ্যুত্থান লালন করা শিক্ষার্থীদের রঙ-তুলিতে জুলাই পুনর্জাগরণের চিত্র ফুটে উঠছে। মারিয়া বিনতে এশা নামে এক শিক্ষার্থী বলেন, জুলাই আন্দোলনের একবছর পূর্তি উপলক্ষে আয়োজিত ২৪- এর রঙে গ্রাফিতি কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে আমি উচ্ছ্বসিত। আমরা গ্রাফিতিতে ২৪-এর আন্দোলন ও বিজয়ের নানা চিত্র তুলে ধরেছি। আমাদের গ্রাফিতিতে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণের চিত্র ফুটে উঠেছে৷ মাহিদুল ইসলাম আরাফ নামে এক শিক্ষার্থী বলেন, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করেই আমরা গ্রাফিতি আঁকছি।
চব্বিশের আন্দোলন ও বিজয়ের নানা চিত্র তুলে ধরার চেষ্টা করছি আমাদের গ্রাফিতিতে। আশা করছি আমাদের গ্রাফিতি উপজেলা পর্যায়ে সেরা হবে এবং এই গ্রাফিতি থেকে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ প্রসারিত হবে। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান বলেন, জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষাপ্রতিষ্ঠানে ২৪- এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে জুলাই চেতনা, সৃজনশীলতা ও গণতান্ত্রিক চেতনার প্রতিফলন ঘটেছে। এ প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে।