তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দক্ষিন তারুয়া এলাকা থেকে বিদেশী রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-৯ সদস্যরা।(১১ মে) রোববার দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র্যাব-৯।
বিজ্ঞপ্তিতে আরো জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এক আভিযানিক দল জেলার আশুগঞ্জ থানাধীন শরীফপুর ইউপির দক্ষিন তারুয়া এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশী রিভলবার ও এবং ০২ রাউন্ড গুলিসহ ইমান উদ্দিন (৫৫) নামে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী ঐ এলাকার মৃত হাবিবুর রহমান ছেলে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জব্দকৃত আলামত সহ আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।