শিরোনাম
◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের ◈ অবৈধ পথে আসছে বাজারের বেশিরভাগ স্বর্ণ : এনবিআর ◈ সাগর রক্ষায় জাপানের সঙ্গে চুক্তি, মহেশখালীতে হবে আদর্শ মৎস্যগ্রাম ◈ যে কারণে খামেনিকে ধরতে গিয়ে নাস্তানাবুদ হতে পারে মার্কিন বাহিনী ◈ তিন দেশের সমন্বয়ে গড়ে উঠছে নতুন ‘ইসলামিক ন্যাটো’ ◈ সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা ◈ নাহিদের অফিস নয়, গুলিবর্ষণ হয়েছে আবাসন কোম্পানির কার্যালয়ে: পুলিশ ◈ বাংলাদেশ লাগোয়া পুরানো ৫ বিমানঘাঁটি সক্রিয় করছে ভারত ◈ দ্বিতীয় পাসপোর্টের জন্য বিশ্বজুড়ে হিড়িক: ‘সময় থাকতে লুফে নিন ◈ চেম্বার আদালতেও আবেদন খারিজ, ঋণখেলাপিই থাকছেন হাসনাতের প্রতিদ্বন্দী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ০৯:৩০ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের গলায় ওড়না পেঁচিয়ে  কলেজ ছাত্রীর আত্মহত্যা 

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে কলেজ পড়ুয়া এক ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যাকারী শিক্ষার্থীর নাম শশি (১৮)। তিনি বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। শশি দরি-হরিহরনগর গ্রামের মোঃ জাফর মোল্যার মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বেলা দেড়টার দিকে তিনি তার রুমে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। তিনি পেটে ব্যথায় আক্রান্ত ছিলেন, ব্যথা উঠলে প্রায় তিনি আত্মহত্যার চেষ্টা করতেন। 

শুক্রবার দুপুরে বাড়ির সকলে রান্নার কাজে ব্যস্ত ছিলো, এসময় তিনি নিজ কক্ষের দরজা বন্ধ করে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তার ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শশির মৃতদেহ নিজেদের হেফাজতে নেন। 

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাবরিনা হক রুম্পা জানান, তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বোয়ালমারী থানা উপপরিদর্শক(এসআই) বোরহান উদ্দিন মোল্যা জানান, খবর পেয়ে আমরা হাসপাতালে পৌঁছে তার সুরতহাল করেছি তার গলায় ফাঁসের দাগ রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। ময়নাতদন্তের পর প্রকৃত বিষয় বলা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়