শিরোনাম
◈ আমেরিকা তাঁকে ১৫ মিনিট দিয়েছিল সিদ্ধান্ত নিতে – কথামতো চলো, নয়তো মরবে: ভিডিও ফাঁস ◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ ◈ আইসিজেতে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের দাবি নাকচ বাংলাদেশের ◈ বিসিবির আপিল বাতিল, কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন জয় শাহ ◈ পোস্টাল ব্যালট সংরক্ষণে নির্দেশনা জারি ইসির ◈ চট্টগ্রাম রয়্যালস‌কে হা‌রি‌য়ে বি‌পিএ‌লে নতুন চ্যাম্পিয়ন রাজশাহী   

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ০৯:৩০ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের গলায় ওড়না পেঁচিয়ে  কলেজ ছাত্রীর আত্মহত্যা 

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে কলেজ পড়ুয়া এক ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যাকারী শিক্ষার্থীর নাম শশি (১৮)। তিনি বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। শশি দরি-হরিহরনগর গ্রামের মোঃ জাফর মোল্যার মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বেলা দেড়টার দিকে তিনি তার রুমে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। তিনি পেটে ব্যথায় আক্রান্ত ছিলেন, ব্যথা উঠলে প্রায় তিনি আত্মহত্যার চেষ্টা করতেন। 

শুক্রবার দুপুরে বাড়ির সকলে রান্নার কাজে ব্যস্ত ছিলো, এসময় তিনি নিজ কক্ষের দরজা বন্ধ করে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তার ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শশির মৃতদেহ নিজেদের হেফাজতে নেন। 

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাবরিনা হক রুম্পা জানান, তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বোয়ালমারী থানা উপপরিদর্শক(এসআই) বোরহান উদ্দিন মোল্যা জানান, খবর পেয়ে আমরা হাসপাতালে পৌঁছে তার সুরতহাল করেছি তার গলায় ফাঁসের দাগ রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। ময়নাতদন্তের পর প্রকৃত বিষয় বলা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়