শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ০৫ মে, ২০২৫, ০৯:৪৭ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে চিকিৎসকের বাড়ীতে ডাকাতি

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি : শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিষ্ট্রার অর্থপেটিক্স বিভাগের চিকিৎসক ডাঃ রিয়াজ মৃধার গ্রামের বাড়ীতে ডাকাতি হয়েছে। ডাকাতদল বৃদ্ধা মা ও ফুফুকে বেঁধে মারধর করে নগদ দের লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। ঘটনা ঘটেছে রবিবার দিবাগত গভীর রাতে আমতলী উপজেলার পুর্ব চিলা গ্রামে।

সোমবার সকালে আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিষ্ট্রার অর্থপেটিক্স বিভাগের চিকিৎসক ডাঃ রিয়াজ মৃধার বৃদ্ধ বাবা মোঃ রফিক মৃধা, মা নুরজাহান বেগম ও ফুফু জয়গুন বিধি আমতলীর গ্রামের বাড়ী পুর্ব চিলায় বসবাস করেন। তার বাবা গত ২৯ এপ্রিল হজ্বের যান। ওই সুযোগে রবিবার দিবাগত গভীর রাতে তার বাড়ীর পাকা ভবনের গ্রীল কেটে ৭/৮ জন মুখোশধারী ডাকাতদল ভিতরে প্রবেশ করে। তারা তার মা ও ফুফুকে বেঁধে মারধর করে। পরে তারা ঘরের আলমিরা ভেঙ্গে তছনছ করে এবং চার ভরি
স্বর্নালংকার ও নগদ দের লাখ টাকা নিয়ে যায়। খবর পেয়ে সোমবার সকালে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিষ্ট্রার অর্থপেটিক্স বিভাগের চিকিৎসক ডাঃ রিয়াজ মৃধা বলেন, বাবা হজ্বে গেছেন। বাড়ীতে মা ও ফুফু ছিল। গভীর রাতে ৭/৮ জন মুখোশধারী ডাকাতদল ঘরের গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে। পরে তারা মা ও ফুফুকে বেঁধে মারধর করে ঘরে থাকা চার ভরি স্বর্ণালংকার ও নগদ দের লাখ টাকা নিয়ে গেছে।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রæত আইনের আওতায় আনা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়