শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৫, ০৭:৪০ বিকাল
আপডেট : ২৩ জুন, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসে বিবস্ত্র ও জিম্মি করে মুক্তিপণ আদায়, মূলহোতা গ্রেফতার

ইতালি পাঠানোর নামে ২৭ জনকে লিবিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে জিম্মি ও নির্যাতন করে পরিবারের নিকট থেকে মুক্তিপণ আদায় করা চক্রের মূলহোতা জাহিদ হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ৩টায় র‌্যাব কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে নওগাঁর রানীনগর উপজেলার সিংগারা পাড়ার নিজ বাড়ি হতে জাহিদকে গ্রেফতার করা হয়।

মাসুদ পারভেজ জানান, জাহিদ তিউনেশিয়া ও লিবিয়ায় অবস্থান করে আঙুর বাগান ও বিভিন্ন মার্কেটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দাবি করতেন তিনি ইতালি থাকেন। কুড়িগ্রাম জেলার বাসিন্দা ইয়াকুব আলী সেই ভিডিও দেখে ইতালি যাওয়ার জন্য যোগাযোগ করেন জাহিদের সঙ্গে। একপর্যায়ে জাহিদ ২০ লাখ টাকার বিনিময়ে ইয়াকুবকে ইতালি নিয়ে যাওয়ার  প্রলোভন দেখায়। পরে পাঁচ লাখ টাকা নিয়ে ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর ইয়াকুব সহ ২৭ জনকে একটি ফ্লাইটে দুবাই নিয়ে যান। দুবাই হতে ফ্লাইটে নাইজার নিয়ে সড়ক পথে আলজেরিয়া গেলে সেদেশের পুলিশ সকলকে আটক করে।
 
২১ দিন জেল খেটে মুক্তি পাওয়ায় পর তাদের তিউনিশিয়া হতে লিবিয়া নিয়ে একটি বাড়িতে জিম্মি করে জাহিদের নেতৃত্বে ১০ জনের একটি গ্রুপ। পরে তাদের নির্যাতন ও বিবস্ত্র করে ছবি এবং ভিডিও ধারণ করে দেশে পরিবারের সদস্যদের নিকট পাঠায়। ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে নানাভাবে সেই টাকা আদায় করে।

সেসময় মুক্তিপণ দাবি করার সংবাদ দেশের গণমাধ্যমে প্রচার হলে লিবিয়ায় অবস্থিত দূতাবাস ইয়াকুবদের উদ্ধার করে বাংলাদেশে ফেরত পাঠায়। চলতি বছরে ইয়াকুব কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন। এদিকে একই সময় দেশে আসেন জাহিদ। পরে গোপন সংবাদের ভিত্তিতে জাহিদকে গ্রেফতার করে র‌্যাব।
 
র‍্যাব জানিয়েছে, জাহিদকে কুড়িগ্রাম থানায় সোপর্দ করা হবে। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়