শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৫, ০৯:১৮ রাত
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় কুলখানি অনুষ্ঠানে যোগ দিলেন মামুনুল হক, প্রিয় ব্যক্তিকে দেখতে মানুষ ভিড়

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আল্লামা মামুনুল হক নেত্রকোনায় কুলখানির দাওয়াতে অংশ নিয়েছেন। এ সময় প্রিয় ব্যক্তিকে দেখতে আশপাশের মানুষ ভিড় করেন।

শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় তিনি হেলিকপ্টারে জেলার পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরের হেলিপ্যাডে অবতরণ করেন।

পরে সেখান থেকে গাড়িতে জুগলী গ্রামে দাওয়াতকারী শিল্পপতি মাজহারুল ইসলাম সোহেল ফকিরের বাড়ি যান। সেখানে সোহেলের মা হালিমা খাতুনের কুলখানি অনুষ্ঠানে যোগ দেন। পরে দোয়া শেষে তিনি বিকেল সাড়ে পাঁচটায় হেলিকপ্টারে চড়েই বিদায় নেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাওলানা মামুনুল হকের বাবার ছাত্র ছিলেন পূর্বধলা উপজেলায় জারিয়া এলাকার ঝাঞ্জাইল মাদ্রাসার মুহতামিম জিয়াউল হক। আর জিয়াউল হকের আত্মীয় হলেন দাওয়াতকারী শিল্পপতি মাজাহারুল ইসলাম সোহেল ফকির। বর্তমানে যিনি রোজা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান। তার ৭২ বছর বয়সী বৃদ্ধ মা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর গত ১২ এপ্রিল মৃত্যুবরণ করেন। মায়ের কুলখানি অনুষ্ঠানে মামুনুল হককে দাওয়াত করেন।

এরপর শনিবার কুলখানি অনুষ্ঠানের আয়োজনে বিশেষ দাওয়াতপ্রাপ্ত হয়ে বাবার ছাত্রের আত্মীয়র বাড়িতে আসেন মাওলানা মামুনুল হক।

এদিকে প্রিয় বক্তার আগমনের খবরে আশপাশের এলাকার মানুষও ভিড় জমান সোহেলের বাড়িতে। কেউ কেউ আসেন হেলিকপ্টার দেখতে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়