শিরোনাম
◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ ◈ আগস্টে বাংলাদেশে সফর‌ নি‌য়ে সিদ্ধান্তহীনতায় ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ তিন ইস্যু নিয়ে থমকে আছে ভোটের সিদ্ধান্ত ◈ অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ‌খেল‌বে বাংলাদেশ এ’ দল ◈ সাবেক সিইসি নুরুল হুদার রাষ্ট্রদ্রোহ মামলায় দায় স্বীকার, আদালতে জবানবন্দি ◈ বার্ডে ৭ পদের জন্য আবেদন ২৩ হাজার! হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, নিয়োগে তদবিরের অভিযোগে উদ্বিগ্ন প্রশাসন ◈ উজিরপুরে যৌতুক না পেয়ে নবজাতক বিক্রির অভিযোগ, প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ আদমদীঘিতে অবরোধ করে সড়কে মরিচ ফেলে কৃষকদের প্রতিবাদ ◈ পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করলেন ইউএনও

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৫, ০৯:১৮ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় কুলখানি অনুষ্ঠানে যোগ দিলেন মামুনুল হক, প্রিয় ব্যক্তিকে দেখতে মানুষ ভিড়

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আল্লামা মামুনুল হক নেত্রকোনায় কুলখানির দাওয়াতে অংশ নিয়েছেন। এ সময় প্রিয় ব্যক্তিকে দেখতে আশপাশের মানুষ ভিড় করেন।

শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় তিনি হেলিকপ্টারে জেলার পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরের হেলিপ্যাডে অবতরণ করেন।

পরে সেখান থেকে গাড়িতে জুগলী গ্রামে দাওয়াতকারী শিল্পপতি মাজহারুল ইসলাম সোহেল ফকিরের বাড়ি যান। সেখানে সোহেলের মা হালিমা খাতুনের কুলখানি অনুষ্ঠানে যোগ দেন। পরে দোয়া শেষে তিনি বিকেল সাড়ে পাঁচটায় হেলিকপ্টারে চড়েই বিদায় নেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাওলানা মামুনুল হকের বাবার ছাত্র ছিলেন পূর্বধলা উপজেলায় জারিয়া এলাকার ঝাঞ্জাইল মাদ্রাসার মুহতামিম জিয়াউল হক। আর জিয়াউল হকের আত্মীয় হলেন দাওয়াতকারী শিল্পপতি মাজাহারুল ইসলাম সোহেল ফকির। বর্তমানে যিনি রোজা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান। তার ৭২ বছর বয়সী বৃদ্ধ মা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর গত ১২ এপ্রিল মৃত্যুবরণ করেন। মায়ের কুলখানি অনুষ্ঠানে মামুনুল হককে দাওয়াত করেন।

এরপর শনিবার কুলখানি অনুষ্ঠানের আয়োজনে বিশেষ দাওয়াতপ্রাপ্ত হয়ে বাবার ছাত্রের আত্মীয়র বাড়িতে আসেন মাওলানা মামুনুল হক।

এদিকে প্রিয় বক্তার আগমনের খবরে আশপাশের এলাকার মানুষও ভিড় জমান সোহেলের বাড়িতে। কেউ কেউ আসেন হেলিকপ্টার দেখতে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়