শিরোনাম
◈ সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেফতার ◈ ডলার সংকট–রাজনৈতিক অনিশ্চয়তায় বিদেশি-প্রবাসীদের শেয়ারবাজার বিমুখতা ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক‌্যাশবা‌ক্সে ৫ বছরে ১৫ হাজার কো‌টি টাকা  জমা  ◈ আ'তঙ্কে কাঁপছে ভারত, সেনাপ্রধানের সরল স্বীকারোক্তি! (ভিডিও) ◈ এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ◈ ভারত আমাদের প্রয়োজন নেই, বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চাই: ন্যাটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুনথার ◈ ওবায়দুল কাদের কোনঠাসা, শেখ হা‌সিনার কা‌ছে গুরুত্ব পা‌চ্ছেন যে তিন নেতা‌! ◈ ৮০ দেশে চীনা হ্যাকারদের হামলা, সব মার্কিন নাগরিকের তথ্য চীনের হাতে! (ভিডিও) ◈ বিশ্বকাপ বাছাই, পৃথক ম‌্যা‌চে বড় জয় স্পেন ও জার্মানির ◈ বিশ্বের শীর্ষ ৫ ধনী ব্যক্তি ও তাদের শিক্ষাগত যোগ্যতা!

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৫, ১২:০৮ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশে চোর সন্দেহে গণপিটুনিতে দুই ভাই নিহত-পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

পলাশে চোর সন্দেহে গণপিটুনিতে দুই ভাই নিহত, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মাহবুব সৈয়দ, পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে চোর সন্দেহে একজনকে পিটুনীর প্রতিবাদ জানাতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে সহোদর দুই ভাই নিহত হয়েছে। সোমবার (৩১) মার্চ সন্ধায় উপজেলার ঘোড়াশালের ভাগদী এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, পলাশ উপজেলার করতেতৈল এলাকার আস্রাব উদ্দিনের ছেলে রাকিব (২৫) এবং সাকিব (২০)। এদিকে এ ঘটনায় পাভেল, খবির ও ওসমান নামে তিনজনকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে করতেতৈল এলাকার হিমেল নামের এক যুবককে ভাগদীর কুড়েতলীর এলাকার লোকজন চোর সন্দেহে পিটুনী দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে ঘটনাস্থলে যায় রাকিব, সাকিবসহ অন্যান্যরা। পরে সেখানে তাদেরও আটক করে গণপিটুনী দেয় স্থানীয়রা। খবর পেয়ে তাদের বাবা মা ঘটনাস্থলে গেলে তাদেরকেও আহত করে এলাকাবাসী। এসময় গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে সাকিবের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যায় বড় ভাই রাকিব।

নিহত রাকিব ও সাকিবের বাবা অভিযোগ করে বলেন,ভাগদী কুড়েতলী এলাকার বাচ্চু, মানিক, দুলাল, ওসমান, সোবাহান, রমজান, মোস্তফা, পাভেল ও বাদলসহ এলাকার আরও কিছু লোকজন পরিকল্পিত ভাবে আমার ছেলেদের পিটিয়ে এবং এলোপাথাড়ি ভাবে কুপিয়ে তাদের হত্যা করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, চোর সন্দেহে একজনকে পিটুনী দেয় স্থানীয়রা। পরে তার প্রতিবাদ জানাতে গিয়ে গণপিটুনিতে নিহত হয় দুই সহোদর। এ ঘটনায় তিনজনতে গ্রেফতার করা হয়েছে। এদিকে ঘটনাস্থল আজ মঙ্গলবার সকালে নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান পরিদর্শন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়