শিরোনাম
◈ জনরোষ ঠেকাতে লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ, গোপনে তুলে দেওয়া হয় বিমানে ◈ রেকর্ড হ্যাটট্রিকসহ সরলথের চার গোল, জিত‌লো অ্যাথ‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে দুই ম‌্যা‌চের ‌টি- টো‌য়ে‌ন্টি খেল‌বে বাংলাদেশ  ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনা জে-১০সি জেটের উত্থান: রাফায়েল ভূপাতিত, বিশ্বজুড়ে চীনা অস্ত্রপ্রযুক্তির চাহিদা বৃদ্ধি ◈ ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ আলম ◈ জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ ◈ সাভারে মেয়ের হাতে বাবা খুনের আসল ঘটনা নিয়ে যা জানা গেলো ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দ উল্লাস! (ভিডিও)

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৫, ১২:০৮ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশে চোর সন্দেহে গণপিটুনিতে দুই ভাই নিহত-পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

পলাশে চোর সন্দেহে গণপিটুনিতে দুই ভাই নিহত, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মাহবুব সৈয়দ, পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে চোর সন্দেহে একজনকে পিটুনীর প্রতিবাদ জানাতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে সহোদর দুই ভাই নিহত হয়েছে। সোমবার (৩১) মার্চ সন্ধায় উপজেলার ঘোড়াশালের ভাগদী এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, পলাশ উপজেলার করতেতৈল এলাকার আস্রাব উদ্দিনের ছেলে রাকিব (২৫) এবং সাকিব (২০)। এদিকে এ ঘটনায় পাভেল, খবির ও ওসমান নামে তিনজনকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে করতেতৈল এলাকার হিমেল নামের এক যুবককে ভাগদীর কুড়েতলীর এলাকার লোকজন চোর সন্দেহে পিটুনী দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে ঘটনাস্থলে যায় রাকিব, সাকিবসহ অন্যান্যরা। পরে সেখানে তাদেরও আটক করে গণপিটুনী দেয় স্থানীয়রা। খবর পেয়ে তাদের বাবা মা ঘটনাস্থলে গেলে তাদেরকেও আহত করে এলাকাবাসী। এসময় গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে সাকিবের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যায় বড় ভাই রাকিব।

নিহত রাকিব ও সাকিবের বাবা অভিযোগ করে বলেন,ভাগদী কুড়েতলী এলাকার বাচ্চু, মানিক, দুলাল, ওসমান, সোবাহান, রমজান, মোস্তফা, পাভেল ও বাদলসহ এলাকার আরও কিছু লোকজন পরিকল্পিত ভাবে আমার ছেলেদের পিটিয়ে এবং এলোপাথাড়ি ভাবে কুপিয়ে তাদের হত্যা করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, চোর সন্দেহে একজনকে পিটুনী দেয় স্থানীয়রা। পরে তার প্রতিবাদ জানাতে গিয়ে গণপিটুনিতে নিহত হয় দুই সহোদর। এ ঘটনায় তিনজনতে গ্রেফতার করা হয়েছে। এদিকে ঘটনাস্থল আজ মঙ্গলবার সকালে নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান পরিদর্শন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়