শিরোনাম
◈ ডাকসু নির্বাচন: ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর শেষ দিনের প্রচারণা ◈ শিশুদের ডায়াবেটিস— ভবিষ্যতের জন্য বড় সতর্কবার্তা ◈ জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হলো যে আলোচনা ◈ নির্বাচন নিয়ে কিছু ব্যক্তি অযাচিতভাবে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছেন: মির্জা ফখরুল ◈ বাংলাদেশে চলছে পূর্ণ চন্দ্রগ্রহণ, রক্তিম রূপ ধারণ করেছে ‘চিরচেনা চাঁদ’ (ভিডিও) ◈ শেরপুরে দোজা পীরের পরিত্যক্ত  ভবন থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ ইনসাফের পক্ষে থাকলেই সে এনসিপির—হাসনাত আবদুল্লাহ ◈ রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল ◈ আরও বাড়লো স্বর্ণের দাম ◈ নতুন কূপের সন্ধান হবিগঞ্জে, মিলবে ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৫, ০১:২৬ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পবিত্র রমজানেও বন্ধ ছিলনা অনৈতিক কর্মকান্ড: কুমিল্লায় ভিশন আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১২

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা : কুমিল্লায় ভিশন আবাসিক হোটেলে আদর্শ সদর উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। এ সময় সেখান থেকে অনৈতিক কাজে জড়িত ১২ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।

রবিবার (৩০ মার্চ) দিবাগত রাতে উপজেলার জাগুরঝুলি বিশ্বরোড এলাকার ভিশন আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা জাগুরজুলী বিশ্বরোড এলাকায় সোনালী পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে রাস্তার পশ্চিম পাশে "হোটেল ভিশন আবাসিক" হোটেলটিতে পবিত্র রমজানেও বন্ধ ছিলনা অনৈতিক কর্মকান্ড। সেখানে চলতো মাদক সেবনসহ দেহব্যবসা। এ অনৈতিক কর্মকান্ডের বিষয়টি প্রশাসনের নজরে আসার পর কুমিল্লা আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহানের অভিযানে ওই হোটেল থেকে ১২ জন নারী-পুরুষকে অনৈতিক কর্মকান্ড, অশ্লিল কাজে যুক্তসহ মাদকাসক্ত থাকায় দন্ড বিধি ১৮৬০ এর ধারায় ২৯৪ (ক) মোতাবেক অপরাধ করায় এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান বলেন, আটকদের কোতয়ালী থানায় নেওয়া হয়েছে। সেখানে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে কারাগারে পাঠানো হবে। অশ্লিল, মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে ২০২৩-২৪ সালে হোটেলটিতে অভিযান পরিচালনা করে শতাধিক নারীকে আটক করা হয়েছিল। সেই অভিযানের কয়েকদিনের মধ্যেই আবারও হোটেলটি চালু হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়