মোঃ সোহেল, নোয়াখালী প্রতিনিধি : অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক ও যুগপৎ আন্দোলনের অন্যতম শরীক নেতা
ইসমাইল সম্রাট বলেছেন, এই সরকারকে মনে রাখতে হবে সংস্কার করতে হবে যৌক্তিক সময়ের মধ্যে। একটা নির্বাচিত সরকার সময় পান পাঁচ বছর, এখানে একটা অনির্বাচিত সরকার হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য কতটুকু সময় পাবেন সেটা বিবেচনায় রেখেই সংস্কার করবেন।
জনগনকে ভোটের দাবিতে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, তিনশো আসনে ভাগ করে দিলে আমাদের ছাত্ররা সংখ্যায় খুবই কম। কিন্তু আপনারা যারা জনগণ আছেন, ছাত্রদের পাশাপাশি আপনারাও যদি আপনাদের ভোটের অধিকার আদায়ে সোচ্চার হন, তাহলে খুব অল্প সময়ের মধ্যে ইউনূস সরকার একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগনের সরকারের কাছে জনগণের ক্ষমতা হস্তান্তর করতে পারবে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র উপহার বিতরণ ও ৩১ দফার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসমাইল সম্রাট আরো বলেন, স্বৈরাচার-খুনি হাসিনা তত্বাবধায়ক সরকারকে উঠিয়ে দিয়ে, অর্থ্যাৎ সবকিছু তাঁর নিয়ন্ত্রণে রেখে যখন নির্বাচন দিয়েছে, তখনি নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। বাংলাদেশের মানুষের মৌলিক ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্যই এই গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থানের পর আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি। ফ্যাসিস্টের আমলে আমরা যে বিরোধী দলগুলো এক সঙ্গে ফ্যাসিজম বিরোধী যুগপৎ আন্দোলন করেছি, আমাদের মধ্যে দুরত্ব তৈরী না করে ৩১ দফা বাস্তবায়নে একটা জনগণের সরকার প্রতিষ্ঠায় ডক্টর ইউনূস সরকারকে একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচন করতে যা যা সহযোগিতা করার দরকার আমরা সকলে তা করতে রাজি আছি।
শীতবস্ত্র উপহার বিতরণ ও ৩১ দফার আলোচনা সভায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নোয়াখালী জেলা শাখার আহবায়ক মওদুদ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সহসভাপতি ফিরোজ উদ্দিন মতিন, নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার, ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নোয়াখালীর যুগ্ম আহবায়ক রুমন মাহমুদ, মাহমুদুল হাসান সাইফ, সদস্য সচিব আরাফাত রাফসান, মোহাম্মদ আবদুর রহমান ওবায়দুল হক রিপন, সাইদুল হাসান পিয়াস’সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :