শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৩:৫৩ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভ্যাট ও শুল্ক কমানোর দাবিতে ঠাকুরগাঁওয়ে রেস্তোরা মালিক, শ্রমিকের মানববন্ধন

সাইফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি : বাজেটে অন্তর্বর্তী সরকারের নির্ধারণ করা হোটেল ও রেস্তোরায় বর্ধিত ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ সম্পূরক শুল্ক কমানোর দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে রেস্তোরা মালিক ও শ্রমিকরা ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচী পালিত হয়। এতে জেলা বেকারী মালিক সমিতিও একাত্মতা ঘোষণা করে।

ঘন্টাব্যাপী চলা এ কর্মসূচীতে ঠাকুরগাঁওয়ের হোটেল, রেস্তোরা মালিক, বেকারি মালিক, শ্রমিক সহ প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করে।

এ সময় মানববন্ধনে সংক্ষিপ্ত ভাবে বক্তব্য দেন বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি অতুল কুমার পাল, সহ-সভাপতি ওয়াসিম আকরাম, অর্থ সম্পাদক আবুল কাশেম, জেলা বেকারি মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি নূর ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্কের চাপে সংকটে পড়েছে ঠাকুরগাঁওসহ সারাদেশের রেস্তোরা ও হোটেল ব্যবসা। এর আগে ভ্যাট ও সম্পূরক শুল্ক ৫ শতাংশ ছিল, তা পরিশোধ করতেই আমরা হিমশিম খেতাম। এখন আরও অতিরিক্ত ১০ শতাংশ ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়ে হোটেল মালিকদের ওপর অনেক বড় বোঝা চাপিয়ে দিয়েছে।  তাই দ্রুত সময়ের মধ্যে বর্ধিত ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ সম্পূরক শুল্ক কমানোর দাবি করেন বক্তারা। তা না হলে একযোগে সকল রেস্তোরা ও খাবার হোটেল বন্ধ সহ বৃহৎ আন্দোলনের হুমকিও দেয়া হয় মানববন্ধন থেকে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর তারা একটি স্মারকলিপি দেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়