শিরোনাম
◈ প্রকাশ্যে নৃশংস খুনের বৃদ্ধিতে জনমনে আতঙ্ক: রাজনৈতিক অস্থিরতা ও আন্ডারওয়ার্ল্ডের দাপটে বাড়ছে টার্গেট কিলিং ◈ রাজ‌নৈ‌তিক অঙ্গ‌ণে জল্পনা কল্পনা, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দে‌শের রাজনীতিতে কী প্রভাব ফেলবে? ◈ ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা, শৃঙ্খলা–ঐক্য থাকলে সবই সম্ভব: তারেক রহমান ◈ সাভারে সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কারখানায় লুটের চেষ্টার অভিযোগ ◈ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন অধ্যাপক আলী রীয়াজ ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে ট্রাম্পের পরিকল্পনা জাতিসংঘে পাস, হামা‌সের প্রত‌্যাখান ◈ আড়াই বছর পর ক‌্যাম্প ন‌্যু‌য়ে ফিরে বার্সেলোনা শ‌নিবার ম‌্যাচ খেল‌বে ◈ বড় রাজনৈতিক দলের নেতারা মানছেন না নির্বাচনী আচরণবিধি, কঠোর হওয়ার পরামর্শ ◈ সাংবাদিক খাশোগি ‘অত্যন্ত বিতর্কিত’ ছিলেন, সৌদি যুবরাজের পক্ষে দাবি ট্রাম্পের  ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড: শেখ হাসিনার রায় কীভাবে কার্যকর হবে

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৩:৫৩ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভ্যাট ও শুল্ক কমানোর দাবিতে ঠাকুরগাঁওয়ে রেস্তোরা মালিক, শ্রমিকের মানববন্ধন

সাইফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি : বাজেটে অন্তর্বর্তী সরকারের নির্ধারণ করা হোটেল ও রেস্তোরায় বর্ধিত ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ সম্পূরক শুল্ক কমানোর দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে রেস্তোরা মালিক ও শ্রমিকরা ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচী পালিত হয়। এতে জেলা বেকারী মালিক সমিতিও একাত্মতা ঘোষণা করে।

ঘন্টাব্যাপী চলা এ কর্মসূচীতে ঠাকুরগাঁওয়ের হোটেল, রেস্তোরা মালিক, বেকারি মালিক, শ্রমিক সহ প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করে।

এ সময় মানববন্ধনে সংক্ষিপ্ত ভাবে বক্তব্য দেন বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি অতুল কুমার পাল, সহ-সভাপতি ওয়াসিম আকরাম, অর্থ সম্পাদক আবুল কাশেম, জেলা বেকারি মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি নূর ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্কের চাপে সংকটে পড়েছে ঠাকুরগাঁওসহ সারাদেশের রেস্তোরা ও হোটেল ব্যবসা। এর আগে ভ্যাট ও সম্পূরক শুল্ক ৫ শতাংশ ছিল, তা পরিশোধ করতেই আমরা হিমশিম খেতাম। এখন আরও অতিরিক্ত ১০ শতাংশ ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়ে হোটেল মালিকদের ওপর অনেক বড় বোঝা চাপিয়ে দিয়েছে।  তাই দ্রুত সময়ের মধ্যে বর্ধিত ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ সম্পূরক শুল্ক কমানোর দাবি করেন বক্তারা। তা না হলে একযোগে সকল রেস্তোরা ও খাবার হোটেল বন্ধ সহ বৃহৎ আন্দোলনের হুমকিও দেয়া হয় মানববন্ধন থেকে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর তারা একটি স্মারকলিপি দেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়