শিরোনাম
◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম ◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০২:৩৩ রাত
আপডেট : ১২ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রহিমপুর সীমান্তের ভাইরাল ভিডিওতে বিএসএফের সঙ্গে সেদিন যা ঘটছে! (ভিডিও)

রহিমপুর সীমান্তে সম্প্রতি ঘটে গেছে একাধিক অপ্রত্যাশিত ঘটনা, যা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। গত কয়েকদিন আগে ত্রিপুরার কৈলাস শহরের মাগরলি গ্রামে একটি মর্মান্তিক সংঘর্ষ ঘটেছে, যা সীমান্তবাসী মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তাদের চোখে ছিলো ক্ষত-বিক্ষত মুখ, যেন তারা তাদের আপন জনদের হত্যার প্রতিশোধে শপথ করেছে। একদিকে তাদের যন্ত্রণা, অন্যদিকে অসহায়ত্ব।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যায় কিছু লোক গুল্লি কিঁউ মারা বলে বিএসএফের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ডিডব্লিউ সূত্রে জানা যায়, কোন পূর্বপরিকল্পনা বা কারণ ছাড়াই বিএসএফ বাহিনী বাজারে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর রাবার বুলেট ছোড়া হয়, যা আরো তীব্র উত্তেজনা সৃষ্টি করে। স্থানীয়দের অভিযোগ, এসব ঘটনা তাদের জীবনে নতুন এক সংকটের সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, তারা কোনো ধরনের সহিংসতায় জড়িত ছিলেন না, তবে বিএসএফ বাহিনী তাঁদের বিরুদ্ধে আক্রমণ চালায়, যার ফলে সীমান্তে থাকা মানুষদের মধ্যে চাপা ক্ষোভ এবং হতাশা তৈরি হয়েছে। প্রশাসন পরিস্থিতি শীঘ্রই নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় নেতারা।

উল্লেখযোগ্য যে, রহিমপুর সীমান্তে বাংলাদেশ ও ভারত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী একাধিকবার সংঘর্ষে জড়িয়ে পড়েছে, যার ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে, যদি দ্রুত কোন সমাধান না হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়